বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২
ফুলতলা-রূপসা রুট

বিআরটিসি’র বাস এসেছে, অজ্ঞাত কারণে টাউন সার্ভিস চালু হয়নি

মিলন শেখ

দীর্ঘ তিন বছর পর অক্টোবর মাস থেকে খুলনায় আবারও টাউন সার্ভিস পরিবহন চালু হওয়ার কথা ছিল। এজন্য বাংলাশে সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) একটি বাস বরাদ্দ দিয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে পরিবহন সার্ভিসটি এখনও শুরু হয়নি। শুরুর বিষয় নিয়েও লুকোচুরি করছে বিআরটিসির কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, খুলনার ফুলতলা থেকে রূপসা পর্যন্ত টাউন সার্ভিস চালুর জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছে খুলনার বিভিন্ন সামাজিক সংগঠন। এর প্রেক্ষিতে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে গত ১৬ সেপ্টেম্বর অংশীজনদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিআরটিসির দুটি বাস বরাদ্দ এবং বরাদ্দকৃত দুটির রুট চূড়ান্ত করা হয়।

সভায় সরকারি বিভিন্ন প্তরের উচ্চপর্যায়ের কর্মকর্তা, নাগরিক সমাজ, পরিবহন মালিক-শ্রমিক, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় তৎকালীন বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার জানান, খুলনায় পুনরায় টাউন সার্ভিস শুরুর জন্য বিআরটিসি চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে। তিনি দুটি বাস দিতে সম্মত হয়েছেন। অক্টোবর মাসেই একটি বাস খুলনায় এসে পৌঁছেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, স্বাধীনতার পর ৬০ টি বাস নিয়ে নগর পরিবহন সেবা চালু হয়। যা নগরবাসিকে স্বল্পমূলে গণপরিবহন সুবিধা প্রদান করে। ২০১৭ সালের দিকে নগর পরিবহনের ৫৫ টি বাস চলাচলের অযোগ্য হয়ে পরে। পরের বছরই বন্ধ হয়ে যায় সেবাটি। এতে ভোগান্তিতে পড়েন নগরীর মানুষ। পরবর্তীতে একাধিকবার টাউন সার্ভিস চালুর উদ্যোগে নেওয়া হলেও ইজিবাইক, সিএনজি ও থ্রি হুইলারের দৌরাত্ব এবং যাত্রী সংকটের কারণে তা আবার বন্ধ হয়ে যায়।

সম্প্রতি বিআরটিসির খুলনা ডিপোতে গিয়ে নতুন বাস দেখা গেছে। কিন্তু বিষয়টি নিয়ে সংস্থাটির কোনো কর্মকর্তা খুলনা গেজেট প্রতিবেদকের সঙ্গে কথা বলতে রাজি হননি।

বিআরটিসির ট্রাফিক ইনচার্জ হারুন আর রশিদ বলেন, কবে টাউন সার্ভিস চালু হবে-এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। ডিপো ম্যানেজার এ বিষয়ে বলতে পারবেন।

ডিপো ম্যানেজার মোশাররফ হোসেনের সঙ্গে কথা বলার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করার পরও তিনি স্বাক্ষাত নেনি। দ্বিতীয় দিন গিয়ে জানা যায়, তিনি ঢাকায় গেছে। তাকে অসংখ্যবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন