আগামী ৩০ নভেম্বর খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০২৪ সালের ৫ আগষ্ট সরকার পরিবর্তনের পর এবার ভোটারদের স্বতস্ফুর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচিত হবেন প্রতিনিধিরা। হাসিনা সরকার পতনের পর থেকে এডহক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে খুলনা জেলা আইনজীবী সমিতি। তবে নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা ভিন্নভাবে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
জানা গেছে, আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে এবার নির্বাচনে কোন প্যানেল না দেয়ার সম্ভাবনা বেশি। জাতীয়তাবাদী আইনজীবীদের পক্ষ থেকে একটি, জামায়াত সমর্থিত একটি এবং তৃতীয় স্বতন্ত্র একটি প্যানেল দেওয়া হতে পারে। অ্যাডভোকেট আক্তার জাহান রুকুর নেতৃত্বে একটি স্বতন্ত্র প্যানেল ইতিমধ্যে প্রচারণায় রয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্র জানায়, মঙ্গলবার ২১ অক্টোবর খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এড. সেখ আব্দুল আজিজ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিলে উল্লেখ করা হয়েছে, ২৮ অক্টোবর দুপুর ১২ টার দিকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৩০ অক্টোবর সকাল সোয়া ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ করবেন। মনোনয়নপত্র জমাানের শেষ দিন আগামী ৫ নভেম্বর দুপুর ১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত। ৬ নভেম্বর প্রার্থীরে নামের তালিকা প্রকাশ করা হবে। ৯ নভেম্বর দুপুর ২ টায় মনোনয়নপত্র বাছাই করা হবে। ১২ নভেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহরের শেষ নি নির্ধারণ করা হয়েছে। ৩০ নভেম্বর সকাল ৮ টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচন চলবে।
খোঁজ নিয়ে জানা গেছে, এখনও পর্যন্ত কোন লই প্রার্থীতা ঘোষণা করেনি। যে যার মতো প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
তবে এ ব্যাপারে খুলনা জেলা সিনিয়র আইনজীবী এড. মোমিনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে খুলনা জেলা আইজীবী সমিতির কার্যালয়ে বিএনপি’র পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়। নির্বাচন করতে ইচ্ছুক এমন কয়েকজন আইনজীবীর নাম বাছাই কমিটির কাছে ওেয়ার কথা বলা হয়েছে। পরবর্তীতে ওই বাছাই কমিটি সিদ্ধান্ত দিবেন কারা নির্বাচন করবেন।
তিনি আরও জানান, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এখন কোন প্যানেল ঘোষণা করা হয়নি। পরে জানাবেন তারা। তবে তারা নিরবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
খুলনা জেলা আইনজীবী সমিতির সদস্য এড. আক্তার জাহান রুকুর নেতৃত্বে একটি স্বতন্ত্র প্যানেল ঘোষণা দিয়ে প্রার্থীদের কাছে ভোট চাইছেন। এই প্যানেলের সভাপতি আক্তার জাহান রুকু এবং সাধারণ সম্পাদক এড. নিহিত কান্তি ঘোষসহ ১৪ জনের নাম প্রকাশ করেছেন। এই প্যানেলে সহ-সভাপতি পদে আছেন সাবিত্রী চক্রবর্তী ও মোমিনুজ্জামান টুলু।
এড. রুকু বলেন, খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে তারা পেশাদার ও যোগ্যদের নিয়ে স্বতন্ত্র প্রার্থীদের প্যানেল দিয়েছেন।
অন্য একটি সূত্রে জানা গেছে, গেল বছরের নির্বাচনে আ’লীগ সমর্থিতরা সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করেছিল। কিন্তু সেবার নির্বাচন না হওয়ায় এখন তারা সিদ্ধান্তহীনতায় ভুগছে।
খুলনা গেজেট/এনএম

