জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, ‘আগামী নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রশাসন থেকে দলবাজদের তাড়িয়ে দিয়ে নিরপেক্ষ লোকদের দিয়ে জনপ্রশাসন পুনর্গঠন করতে হবে। জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে নভেম্বরেই গণভোট এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করতে হবে। সোজা কথায় কাজ না হলে আমরা আঙুল বাঁকা করলে কেউ পালানোর পথ খুঁজে পাবেন না।’
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে ৫ দফা দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগরী ও জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর সোনালী ব্যাংক চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, নব্য ফ্যাসিবাদীদের প্রতিহত করতে জাতি অতীতের মতোই প্রস্তুত আছে। কোনও দল যদি নিজেদেরকে দেশের মালিক মনে করে থাকে, তবে তাদের উচিত হবে ডাকসু, জাকসু, চাকসু ও রাকসু থেকে শিক্ষা নেওয়া। সবেমাত্র ছাত্ররা ভোটের মাধ্যমে বয়কট শুরু করছে। জনগণও সুযোগ পেলে নব্য ফ্যাসিবাদীদের ভোটের মাধ্যমে বয়কট করে ইসলামের পক্ষে এক নীরব বিপ্লব ঘটাবে।’ আগামী সংসদকে কুরআনের সংসদে পরিণত করতে দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে। ইতোমধ্যে ছাত্ররা ভোটের মাধ্যমে বয়কট শুরু করছে। জনগণও সুযোগ পেলে নব্য ফ্যাসিবাদীদের ভোটের মাধ্যমে বয়কট করে ইসলামের পক্ষে এক নীরব বিপ্লব ঘটাবে।’
জামায়াতে ইসলামীর মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং মহানগরী সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম ও প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তব্য দেন খুলনা মহানগরী নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, মহানগরী সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, গাউসুল আযম হাদী, মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ, আজিজুল ইসলাম ফারাজী, মো. ইউসুফ ফকির, রাকিব হাসান, মিম মিরাজ হোসাইন, মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস, মাওলানা আবু বকর সিদ্দিক, আ স ম মামুন শাহীন, মুকাররম বিল্লাহ আনসারী, মাওলানা শেখ মো. অলিউল্লাহ, মাওলানা শাহারুল ইসলাম, অধ্যাপক ইকবাল হোসেন, এড. শফিকুল ইসলাম লিটন, ইঞ্জিনিয়ার মোল্লা আলমগীর, আশরাফুল আলম, এসএম হাফিজুর রহমান, জিএম শহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল গফুর, মুশাররফ আনসারী, মুনাওয়ার আনসারী, মোজাফফর হোসেন, আব্দুস সালাম, মাওলানা জাহিদুর রহমান নাঈম, আব্দুল আওয়াল, মাওলানা মহিউদ্দীন, শেখ মো. তুহিন, এড. ব ম মনিরুল ইসলাম, ম্হামুদুল হাসান জিকু, এস এম মাহফুজুর রহমান ও কাজী মাহফুজুর রহমান, ডা. সাইদুজ্জামান প্রমুখ। বিক্ষোভ মিছিলে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার-প্লাকার্ড, ফেস্টুন নিয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ হাজার হাজার জনতা অংশ নেয়।
খুলনা গেজেট/এমএম

