বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

খুলনার বাজারে মাছের দর চড়া, ফের ঝাঁজ বেড়েছে কাঁচা মরিচে

নিজস্ব প্রতি‌বেদক

খুলনার বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। বিক্রেতা বলেছেন, বাজারে মাছের আমদানি কম। তবে কয়েকদিন পরে কমতে পারে মাছের দর। ফের ঝাঁজ বেড়েছে কাঁচা মরিচের। বাজার চড়া থাকায় বিপাকে পড়েছে ক্রেতারা। এদিকে, কমতে শুরু করেছে ডিমের দাম। আর স্থিতিশীল রয়েছে সবজির বাজার। তবে ক্রেতাদের অভিযোগ ভ্রাম্যমান বাজারের চেয়ে ময়লাপোতা ও নিউমার্কেটে সবজির দামে বিস্তর ফারাক।

গতকাল শুক্রবার নগরীর নিউমার্কেট কাঁচাবাজার ও ময়লাপোতা সন্ধ্যা বাজার ঘুরে দেখা যায়, প্রতিকেজি কাঁচা ঝাল ২০০-২৪০ টাকা, ফুলকপি ১৮০ টাকা, গাজর ১৬০ টাকা, টমেটো ১৪০ টাকা, বেগুন ১৩০ টাকা, শিম ১২০ টাকা, ওল ১২০ টাকা, উচ্ছে ১০০ টাকা, বরবটি ৮০ টাকা, করলা ৮০ টাকা, কাকরোল ৮০ টাকা, পাতা কপি ৮০ টাকা, পটল ৭০টাকা, কুশি ৬০ টাকা, ঝিঙে ৬০ টাকা, মুলা ৬০ টাকা, ঢেঁড়শ ৬০ টাকা, ধুন্দুল ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, আকারভেদে লাউ ৪০-৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, পালংশাক ৬০ টাকা, লালশাক ৫০ টাকা, আলু ২৫ টাকা।

এদিকে কয়েকদিন ধরে চড়া রয়েছে মাছের দর। প্রতি কেজি চিংড়ি ৬৫০-৭০০ টাকা, গলদা বড় সাইজের গলদা ১৪০০-১৬০০ টাকা, মাঝারি বাগদা চিংড়ি ১২০০ টাকা, আকারভেদে ভেটকি ৭০০-৮০০ টাকা, পাঙ্গাস মাছ ২২০ টাকা, মাঝারি সাইজের তেলাপিয়া ১৮০ টাকা, পারশে ৬৫০-৭০০ টাকা, পাবদা ৪০০ টাকা, কাতলা সাইজ অনুসারে ২৪০-৫০০ টাকা, টেংরা ১২০০ টাকা। প্রতিকেজি ব্রয়লার ১৭০ টাকা, সোনালী ও কক ২৭০ টাকা। গরুর মাংস প্রতিকেজি ৭৫০ টাকা, খাসির মাংস এক হাজার টাকা থেকে এক হাজার একশ’ টাকা।

নিউমার্কেট বাজার করতে আসা কাপড় ব্যবসায়ী মুহসিন হোসেন বলেন, সবজির দাম বেশি। এ অবস্থায় বাজার করতে হিমশিমে পড়তে হয়। বিশেষ করে নতুন সবজির দাম বেশি। কিছু দিন পর হয়তো দর কমবে এ আশায় দিন কাটে।

এ বাজারের সবজি বিক্রেতা হাফিজুর রহমান বলেন, আমরা আড়ৎ ও যাতায়াত খরচা দিয়ে এগুলো পাইকারি বাজার থেকে ক্রয় করে থাকি। আমাদের লাভ হয় সীমিত। বাজারদর কমলে আমাদের কেনাবেঁচা বাড়ে, লভ্যাংশও বেশি হয়।

সন্ধ্যা বাজারের মাছ বিক্রেতা আরিফুল ও কমল বলেন, বাজারে মাছের আমদানি কম। আমদানি কম থাকার কারণে দাম চড়া। আশাকরি আগামী সপ্তাহ থেকে আমদানি বাড়লে দামও কমবে। আমরা চেষ্টা করি ক্রেতাদের ভালো মানের মাছ দেওয়ার।

এ বাজারের মাছ কিনতে আসা লুৎফার রহমান বলেন, এ সময়ে সাধারণত বাজার দর কম থাকার কথা। তবে আমরা দেখতে পাচ্ছি তার বিপরীত। যথাযথ মনিটরিংয়ের অভাবে এমন হচ্ছে। চাকরি করি তবুও আমাদের বাজার করতে কষ্ট হয়ে যাচ্ছে, সেখানে শ্রমিকদের অবস্থা কি হবে! কমেছে ডিমের দাম। গত সপ্তাহ থেকে হালিপ্রতি ২ টাকা কমেছে। বর্তমানে প্রতি হালি ৪৪ টাকা। গত সপ্তাহ থেকে স্থিতিশীল মাংসের দাম।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন