বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ৩০৯ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের বোড্রাম শহরের কাছে এজিয়ান সাগরে একটি নৌকা ডুবে কমপক্ষে ১৪ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) আঞ্চলিক গভর্নরের কার্যালয় এ তথ্য জানিয়েছে।

মুগলা গভর্নরেটের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘১৪ জন অনিয়মিত অভিবাসীর প্রাণহীন মৃতদেহ উদ্ধার করা হয়েছে।’ শুক্রবার ভোরে জরুরি অবস্থা সম্পর্কে উপকূলরক্ষীদের সতর্ক করা হয়েছিল।

বিবৃতিতে জানানো হয়, উদ্ধার অভিযান চালিয়ে দু’জন জীবিত ব্যক্তিকে খুঁজে পাওয়া গেছে। তাদের মধ্যে একজন বলেছেন, নৌকায় মোট ১৮ জন ছিল। বেঁচে যাওয়া অপরজন সাঁতার কেটে নিকটবর্তী সেলেবি দ্বীপে যেতে সক্ষম হন।

গভর্নরের কার্যালয় আরও জানিয়েছে, উদ্ধারকৃতদের মধ্যে একজন আফগান নাগরিক রয়েছেন। অন্যরা কোথা থেকে এসেছে তা উল্লেখ করা হয়নি।

তুরস্কের উপকূল এবং নিকটবর্তী গ্রীক দ্বীপপুঞ্জ সামোস, রোডস এবং লেসবসের মধ্যবর্তী সংক্ষিপ্ত কিন্তু বিপজ্জনক পথে অভিবাসী নৌকাগুলো প্রায়শই ডুবে যায়।আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) পরিচালিত মিসিং মাইগ্রেন্টস প্রজেক্ট অনুসারে, এই বছর ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করার সময় প্রায় ১ হাজার ৪০০ অভিবাসী মারা গেছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন