বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

শাপলা প্রতীক নিয়ে সুরাহা না হওয়ায় ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপি’র

গেজেট প্রতিবেদন

দলীয় প্রতীক শাপলার বিষয়ে এনসিপি এবং নির্বাচন কমিশনের মধ্যে চলেছে চিঠি চালাচালি। কয়েকদিন পরপরই এনসিপির নেতারা আসেন কমিশনে। দেখা করেন প্রধান নির্বাচন কমিশনারসহ সিনিয়র সচিবের সাথে। তবে কমিশন থেকে সাফ জানিয়ে দেয়া হয় শাপলা প্রতীক দেয়া হবে না এনসিপিকে।

দলটির উচ্চ পর্যায় থেকে দাবি করা হচ্ছে, নিরপেক্ষ ভূমিকা পালন করছে না কমিশন। অভিযোগ একটি দলের পক্ষে কাজ করছে ইসি। এনসিপির আইন সম্পাদক জহিরুল ইসলাম মুসা বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য যে কমিশন গঠন করা হয়েছিল, আমরা আশ্চর্যজনক ভাবে দেখেছি নির্বাচন কমিশনের পক্ষ থেকেই সেই সংস্কারের বিরোধিতা করে বক্তব্য দেয়া হয়েছে, আনুষ্ঠানিকভাবে চিঠিও দেয়া হয়েছে। এছাড়াও আমরা দেখেছি যে নির্বাচন কমিশন কোন না কোন ভাবে বিএনপির দিকে ঝুঁকে পরেছে।

রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. সাব্বীর আহমেদ বলছেন, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সময় এখনও আসেনি।

রাজনৈতিক বিশ্লেষক আসিফ মোহাম্মদ সাহান বলছেন, কমিশন থেকে উত্তর না পাবার কারণেই এনসিপির পক্ষ থেকে এমন প্রশ্ন তোলা হচ্ছে।

তবে দুই বিশ্লেষকই বলছেন, বর্তমান কিছু কাজের কারণে ভবিষ্যতে নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তুলতে পারে অন্য দলগুলোও। যদিও এনসিপির এই অবস্থান নির্বাচনে তেমন প্রভাব ফেলবে না বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন