নকল, ভেজাল, অনুমোদনহীন ও নিম্নমানের শিশু খাদ্য মজুত রাখা এবং বিক্রির অভিযোগে মাগুরায় দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে শহরের জামরুল তলা এলাকায় খাদ্যপণ্য, মুদি দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।
এসময় নকল, ভেজাল ও নিম্নমানের শিশু খাদ্য পাওয়ার অপরাধে মেসার্স ভাই ভাই স্টোর নামক একটি প্রতিষ্ঠানের মালিক বিপুল সরদারকে ৩০ হাজার টাকা এবং একই অপরাধে মামুন স্টোর নামের প্রতিষ্ঠানের মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সকল ব্যবসায়ীকে ভবিষ্যতে এ ধরনের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

