ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ওপেনিং নিয়ে অনেক দিন ধরেই ধুঁকছে। তবে এবার সে খরা কাটানোর ইঙ্গিত দিচ্ছেন সাইফ হাসান আর সৌম্য সরকার।
দুজন মিলে আজ ওপেনিং জুটিতে ইতোমধ্যেই তুলে ফেলেছেন ১০০ রান, সেটাও আবার মাত্র ১৬তম ওভারেই। আর তাতেই ১০ বছরের পুরোনো এক খরা কাটিয়ে ফেললেন দুজন মিলে।
মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম বাংলাদেশের দুর্গ। তবে ব্যাটারদের জন্য এই মাঠ যেন রীতিমতো দুঃস্বপ্ন, সেটা তো আগের দুই ম্যাচ থেকেই পরিষ্কার!
এই মাঠে ওপেনিং জুটিতে বাংলাদেশের সবশেষ সেঞ্চুরি ছিল ২০১৫ সালের নভেম্বরে। জিম্বাবুয়ের বিপক্ষে তামিম আর ইমরুল মিলে ওপেনিং জুটিতে তুলেছিলেন ১৪৭ রান। সেই জুটির পর আজ সাইফ সৌম্য মিলে কাটালেন হোম অফ ক্রিকেটে ওপেনিং জুটির সেঞ্চুরি খরা।
তবে সব মাঠ মিলিয়েও বড় একটা খরা ছিল এই জুটিতে। বাংলাদেশের সবশেষ সেঞ্চুরি জুটিটা ছিল ২০২৩ সালের মার্চে। আয়ারল্যান্ডের বিপক্ষে তামিম ইকবাল আর লিটন দাস মিলে ওপেনিংয়ে তুলেছিলেন ১০২ রান। এরপর ৩১ মাস আর ৪৫ ইনিংসে ওপেনিংয়ে তিন অঙ্কের দেখা পায়নি বাংলাদেশ। সেই খরাটাও কেটে গেছে আজ।
খুলনা গেজেট/এনএম

