বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল-লিভারপুলের জয়, বায়ার্ন-চেলসির গোল উৎসব

ক্রীড়া প্রতিবেদক

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় রাউন্ডে বুধবারের রাতটি ছিল জায়ান্ট দলগুলোর। রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, চেলসি এবং লিভারপুল সবাই প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে। বায়ার্ন, চেলসি ও লিভারপুল প্রতিপক্ষের জালে গোলের বন্যা বইয়ে দিলেও, রিয়াল মাদ্রিদকে জুভেন্টাসের বিপক্ষে জয় পেতে হয়েছে ১-০ গোলের ব্যবধানে।

সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হাই-ভোল্টেজ ম্যাচে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ম্যাচের ৫৭ মিনিটে রিয়ালের হয়ে জয়সূচক গোলটি করেন দলের প্রাণভোমরা জুড বেলিংহ্যাম। বাঁ-পায়ের জোরালো শটে তিনি দলের পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেন।

জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ তাদের বিধ্বংসী ফর্ম ধরে রেখেছে। ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বেলজিয়ামের ক্লাব ব্রুগকে তারা ৪-০ গোলে বিধ্বস্ত করেছে। ম্যাচের ১৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন হ্যারি কেন। এই গোল নিয়ে চলতি চ্যাম্পিয়ন্স লিগে ৩ ম্যাচে ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষেই থাকলেন ইংলিশ এই স্ট্রাইকার। বায়ার্নের হয়ে অন্য গোলগুলো করেন লিনার্ট কার্ল, লুইস দিয়াজ ও নিকোলাস জ্যাকসন।

এদিকে, ইংলিশ ক্লাব চেলসিও গোল উৎসব করেছে। স্ট্যামফোর্ড ব্রিজে তারা ডাচ ক্লাব আয়াক্সকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে। ম্যাচের ১৭ মিনিটেই আয়াক্স ১০ জনের দলে পরিণত হলে সুবিধা পেয়ে যায় ‘ব্লুজ’রা। ম্যাচে পেনাল্টিই হয়েছে তিনটি। চেলসির পক্ষে গোল করেন মার্ক গুইউ, মইসেস কাইসেডো, এনজো ফের্নান্দেজ, এস্তেভাও এবং টাইরিক জর্জ।

আরেক ইংলিশ জায়ান্ট লিভারপুলও প্রতিপক্ষের মাঠে ৫-১ গোলের বড় জয় পেয়েছে। জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টের মাঠে প্রথমে গোল হজম করেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় আর্নে স্লটের দল। লিভারপুলের হয়ে গোল করেন হুগো একতিকে, ভার্জিল ফন ডাইক, ইব্রাহিমা কোনাতে, কোডি গ্যাকপো এবং ডোমিনিক সোবোসজলাই।

বড় দলগুলোর জয়ের রাতে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির কাছে ২-১ গোলে হেরেছে ফরাসি ক্লাব মার্শেই। অন্যদিকে, টটেনহ্যাম হটস্পার ও মোনাকোর মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

চ্যাম্পিয়ন্স লিগে তিন রাউন্ড শেষে ৯ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে পিএসজি। ৯ করে পয়েন্ট নিয়ে দুইয়ে বায়ার্ন, তিনে ইন্টার মিলান, চারে আর্সেনাল এবং পাঁচে রিয়াল মাদ্রিদ। ৭ পয়েন্ট করে নিয়ে ছয়ে বরুশিয়া ডর্টমুন্ড ও সাতে ম্যানসিটি। ৬ পয়েন্টে আটে নিউক্যাসল ইউনাইটেড, নয়ে বার্সা, ১০এ আছে লিভারপুল এবং ১১তে চেলসি।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন