বৃহস্পতিবার । ১৫ই জানুয়ারি, ২০২৬ । ১লা মাঘ, ১৪৩২

ফুলতলায় গৃহবধুকে গলা কেটে হত্যা, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

খুলনার ফুলতলায় আছিয়া বেগম না‌মের এক গৃহবধু‌কে গলা‌কে‌টে হত্যা করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবা‌দের জন্য এক যুবক‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

মঙ্গলবার দুপু‌রে উপ‌জেলার দা‌মোদর ইউনিয়‌নের হ্যাচারীপাড়া মোড় সংলগ্ন এক‌টি বাড়ি থে‌কে তার লাশ উদ্ধার ক‌রে পু‌লিশ। নিহত ওই নারী একই এলাকার শহীদ মোড়‌লের স্ত্রী।

আটককৃত যুবক হ‌লেন নড়াইল সদর থানা এলাকার বা‌সিন্দা রেজা কাজীর ছে‌লে মোঃ হো‌সেন কাজী। তা‌কে ওই বা‌ড়ির ছা‌দের এক‌টি পা‌নির ট্যাংকির মধ্য থে‌কে আটক করা হয়।

খুলনা গেজেট/সাগর/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন