বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

তেরখাদায় মসজিদের পাশে নবজাতকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য

তেরখাদা প্রতিনিধি

তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়নের শেখপুরা মধ্যপাড়ায় প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে জামের মসজিদের বাউন্ডারি দেওয়ালের উপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ও চাঞ্চল্য।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে নামাজ শেষে ফেরার পথে মসজিদের বাউন্ডারি দেওয়ালের উপর পড়ে থাকা একটি বস্তা তাঁদের চোখে পড়ে। সন্দেহ হলে বস্তাটি খুলে ভেতরে নবজাতকের মরদেহ দেখতে পান তাঁরা। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তেরখাদা থানার উপপরিদর্শক মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় অজ্ঞাত কেউ নবজাতকটিকে সেখানে ফেলে রেখে যায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, নবজাতকটির বয়স এক দিনের মতো। পরিচয় শনাক্ত না হলে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে মরদেহ দাফনের ব্যবস্থা করা হবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর শোক ও ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের দাবি, এমন অমানবিক ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন