নির্বাচনী মাঠে পূর্বের অভিজ্ঞতা নেই আমার বাংলা (এবি) পার্টির। ২০১৮ ও ২০২৪ এর নির্বাচনের সাথে সম্পৃক্ততা ছিলনা এ সংগঠনের। জেলাব্যাপী বিস্তৃতি হলেও নির্বাচনী মাঠে দক্ষতার পরিচয় দিতে পারেনি। তবুও বৃহত্তর খুলনায় এ নতুন সংগঠন ৫টি আসনে প্রার্থী দিয়েছে। নির্বাচনী মাঠে এরা নতুন মুখ।
স্বৈরশাসন বিরোধী আন্দোলনে বিএনপির সাথে যুগপৎ কর্মসূচিতে ছিল এ সংগঠনের। ৫ আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থানীয় পর্যায়ে ইমেজ সৃষ্টি হয়েছে। আদর্শ, দর্শন ও অর্থনীতি মানুষের কাছে পৌঁছায়নি। ফলে জনমত গড়ে ওঠেনি। জনসমর্থনের পরিমাণও দাঁড়িপাল্লায় মাপার মত হয়নি। শক্ত ভীত গড়তে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটে ৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে কেন্দ্র। প্রার্থী হচ্ছেন খুলনা-১ আসনে জসিম উদ্দিন, খুলনা-২ আসনে শেখ মাসুদুল আলম, বাগেরহাট-১ আসনে আমিনুল ইসলাম, সাতক্ষীরা-২ আসনে জি এম সালাউদ্দিন শাকিল ও সাতক্ষীরা-৪ আসনে শেখ আবিদ হোসেন।
এ সংগঠনের পক্ষ থেকে গত ৪মাসে যৌথভাবে নির্বাচনে অংশ নিতে গণতন্ত্র মঞ্চের সাথে একাধিক বৈঠক করেছে। বিগত দিনে বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করায় মিত্র হিসেবে স্বীকৃত।
দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু নির্বাচনকে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, “প্রার্থী মনোনয়নের ব্যাপারে দলীয় সম্পৃক্ততা, গ্রহণযোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, সামাজিক অবস্থান বিবেচনা করা হয়েছে। প্রাধান্য দেওয়া হয়েছে জনসম্পৃক্ততাকে।”
দলীয় প্রধান বলেন, “এটা একটা নতুন দল। এই দল সম্পর্কে নানা রকমের অপপ্রচার, নানা ধরনের ভুল ধারণা অনেকের মধ্যে আছে। এ কারণে এখনো অনেক সীমাবদ্ধতা লক্ষণীয়। দল বিস্তৃত হলে এই জিনিসগুলো আরও বেশি বিস্তার আকারে আসবে।”
খুলনা গেজেট/এনএম

