বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজিএ)’র চেয়ারম্যান পদে খন্দকার আলমগীর কবির, সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে এস এম সাইফুল ইসলাম পিয়াস ও ভাইস চেয়ারম্যান পদে মোঃ তারেক আফজাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ২০২৫—২০২৬ ও ২০২৬—২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে আগামী দুই বছরের জন্য তারা নির্বাচিত হয়। রবিবার দুপুরে বিজিএ নারায়ণগঞ্জ অফিসে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচনী বোর্ড ওই তিনজনকে বিজয়ী ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মোঃ ফরহাদ আহমেদ আকন্দ, শামীম আহমেদ, এস এম মনিরুজ্জামান পলাশ, খাইরুজ্জামান, মোঃ কুতুব উদ্দিন, শেখ ইমাম হোসেন, এস এম হাফিজুর রহমান, বদরুল আলম মার্কিন, এইচ এম প্রিন্স মাহমুদ, মোঃ তোফাজ্জল হোসেন, মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া, মোঃ নূর ইসলাম, মোঃ আলমগীর খান, রঞ্জন কুমার দাস এবং এস এম সাইফুল ইসলাম।
এর আগে গত ১৮ অক্টোবর দৌলতপুর বিজিএ অফিসে অডিনারী গ্রুপের ২৫ জন প্রার্থীর মধ্যে থেকে ১২ জন নির্বাচিত হয় এবং এসোসিয়েট গ্রুপ থেকে ৬ জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়ে সর্বমোট ১৮ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
খুলনা গেজেট/এমএম

