বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে চলমান শিক্ষক আন্দোলনের সমর্থনে এবং ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়েছে। সোমাবার (২০ অক্টোবর) সকালে নগরীর সোনালী ব্যাংক চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল সহকারে শিক্ষক নেতৃবৃন্দ খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন। পরে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের হাতে স্মারকলিপি তুলে দেন।
শিক্ষকদের এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান এবং কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইকবাল হোসেন।
নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ সাড়ে পনেরো বছরের স্বৈরশাসন, বৈষম্য এবং শিক্ষাক্ষেত্রে অন্যায়ের বিরুদ্ধে যে গণঅভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে- তার চেতনায় শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমের ভিত্তিতে নতুন সংস্কার প্রয়োজন হয়ে পড়েছে।
আদর্শ শিক্ষক ফেডারেশনের খুলনা মহানগর সভাপতি অধ্যাপক শহীদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন: জেলা সভাপতি অধ্যাপক মো. আব্দুর রব, কারিগরি বিভাগের মহানগর সভাপতি অধ্যক্ষ মো. খায়রুল ইসলাম, মাদরাসা শিক্ষক পরিষদের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা এ এফ এম নাজমুস সউদ, পিএমজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন আর রশীদ, স্কুল শিক্ষক পরিষদের সেক্রেটারি মো. মাহিনুর রহমান, খুলনা দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসার শিক্ষক মাওলানা মো. মনিরুজ্জামান, রূপসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান, সবুরুননেছা মহিলা কলেজের অধ্যাপক মো. নূরুজ্জামান তুহিন, মাদরাসা শিক্ষক পরিষদ খুলনা জেলা সেক্রেটারি মাওলানা মো. আজিজুর রহমান, মহানগরী সেক্রেটারি মো. রিয়াজুল ইসলাম, খুলনা কলেজ সভাপতি অধ্যাপক মো. ওয়ালিউল্লাহ, অধ্যাপক সিরাজুল ইসলাম, অধ্যাপক মারুফুর রহমান, অধ্যক্ষ মাওলানা শহীদুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, খুলনা দৌলতপুর আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ আব্দুল মান্নান, মাওলানা আবুল হোসেন, মোড়ল জাহিদুর রহমান, সেলিম হোসেন, মাওলানা মো. মিজানুর রহমান, শিমুল আব্দুল আলিম, হাজেরা পারভিন, অধ্যাপক আব্দুর রাজ্জাক, অধ্যাপক শাহীনুর রহমান ও অধ্যাপক এবিএম তৈয়্যেবুর রহমান প্রমুখ।
খুলনা গেজেট/এএজে

