লিফলেট বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। রবিবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় নগরীর গোলকমনি পার্কে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এর আগে চলতি মাসে খুলনা-২ আসনে বিএনপির মনোনয়ন দাবি করে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। নজরুল ইসলাম মঞ্জুর গণসংযোগের মধ্য দিয়ে আসনটিতে বিএনপির টিকেটের দাবিদার দাড়ালো তিন জনে।
রবিবার লিফলেট বিতরণের কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে নজরুল ইসলাম মঞ্জু বলেন, তারেক রহমানের উত্থাপিত ৩১ দফা কেবল রাজনৈতিক ইশতেহার নয়, এটি বাংলাদেশের জনগণের মুক্তির রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশে ন্যায়বিচার, সুশাসন ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
পরে নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে খুলনা বিএনপির সাবেক নেতারা নগরীর গোলকমনি পার্ক হতে পিকসার প্যালেস মোড়, ডাকবাংল, ফেরিঘাট হতে সঙ্গীতা সিনেমা হলের সামনের এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতীর সামনে উত্থাপিত রাস্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, শেখ মোশাররফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, এড. ফজলে হালিম লিটন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, নিজাম উর রহমান লালু, এড. গোলাম মওলা, আনোয়ার হোসেন, সাদিকুর রহমান সবুজ, ইউসুফ হারুন মজনু, মজিবর রহমান ফয়েজ, নিয়াজ আহমেদ তুহিন, গিয়াস উদ্দিন বনি, কাজী শফিকুল ইসলাম শফি, রফিকুল ইসলাম শুকুর, শামসুজ্জামান চঞ্চলসহ থানা, ওয়ার্ড ও অঙ্গ সহযোগী সংগঠণের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
খুলনা গেজেট/এএজে

