এবারের দীপাবলি পরিণীতি চোপড়া ও তার স্বামী রাজনীতিবিদ রাঘব চাড্ডার জীবনে একেবারেই বিশেষ। কারণ, উৎসবের এই সময়টাতে তারা অপেক্ষা করছেন তাদের প্রথম সন্তানের আগমনের। ইতিমধ্যেই দিল্লির এক হাসপাতালে ভর্তি হয়েছেন পরিণীতি। তার পাশে রয়েছেন রাঘব ও দুই পরিবারের সদস্যরা।
পরিণীতি চোপড়া পরিবারের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রোববার সকালে অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। খুব শিগগিরই তার কোলে আসতে চলেছে সন্তান। এখন সময় গুণছেন এই দম্পতি।
২০২৩ সালের মে মাসে দিল্লির কাপুরথলা হাউসে পরিণীতি ও রাঘবের আঙটি বদলের অনুষ্ঠান হয়। এরপর একই বছরের সেপ্টেম্বর মাসে তাঁদের বিয়ে হয় রাজস্থানের উদয়পুরের ‘দ্য লীলা প্যালেস’- এ। চলতি বছরের আগস্টে সামজিক মাধ্যমে কেক কেটে সন্তান আগমনের খবরটি জানান এই দম্পতি। সেই কেকের উপর লেখা ছিল ১+১=৩।
এছাড়া যৌথ পোস্টে পরিণীতি ও রাঘব বলেন, ‘আমাদের ছোট্ট পৃথিবী আসছে। তার অপেক্ষায় আমাদের দিন যাচ্ছে। আমরা কতটা ধন্য, তা ভাষায় প্রকাশ করতে পারব না।’ এছাড়া দু’জনের একসঙ্গে পথচলার একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী।
সূত্র: হিন্দুস্থান টাইমস
খুলনা গেজেট/এএজে

