বিমান হামলায় তিন আফগান ক্রিকেটার নিহতের ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দেয়া বিবৃতিকে ‘বাছাইকৃত, পক্ষপাতদুষ্ট ও অকাল মন্তব্য’ বলে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান সরকার। দেশটির তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার এক বিবৃতিতে জানিয়েছেন, আইসিসি কোনো স্বাধীন যাচাই ছাড়াই বিতর্কিত অভিযোগকে প্রতিষ্ঠিত সত্য হিসেবে উপস্থাপন করেছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে আতাউল্লাহ তারার বলেন, আইসিসি দাবি করেছে তিনজন ‘আফগান ক্রিকেটার’ এক ‘বিমান হামলায়’ নিহত হয়েছেন, কিন্তু এই দাবির পক্ষে কোনো স্বাধীন প্রমাণ বা যাচাই উপস্থাপন করেনি কাউন্সিল। এটি দায়িত্বজ্ঞানহীন এবং পক্ষপাতদুষ্ট আচরণ।
তিনি আরও বলেন, পাকিস্তান এই চরিত্রায়ণকে জোরালোভাবে প্রত্যাখ্যান করছে এবং আইসিসির কাছে বিবৃতি সংশোধনের আহ্বান জানাচ্ছে। তার দাবি, আইসিসি ঘটনাটিতে ‘অতি উৎসাহী’ ভূমিকা নিয়েছে।
এর আগে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বিমান হামলায় তিন ক্রিকেটার নিহতের খবর প্রকাশ করে এবং ঘটনার নিন্দা জানিয়ে আইসিসির কাছে দায়ীদের বিরুদ্ধে পদক্ষেপের আহ্বান জানায়। সেই ঘটনার পরপরই আইসিসির বিবৃতি আসে।
আতাউল্লাহ তারার আরও অভিযোগ করেন, আইসিসির বিবৃতি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে এর চেয়ারম্যান জয় শাহ এক্স অ্যাকাউন্টে একই দাবি পুনরাবৃত্তি করেন। এরপর আফগানিস্তান ক্রিকেট বোর্ডও প্রায় একই ভাষায় বিবৃতি দেয়, যা আসলে একধরনের সমন্বিত প্রচেষ্টা বলেই মনে হয়।
এদিকে, সীমান্ত উত্তেজনার মধ্যে আফগান অধিনায়ক রশিদ খান নিজের এক্স বায়ো থেকে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি দল লাহোর কালান্দার্সের নাম সরিয়ে দিয়েছেন। যদিও তার প্রোফাইলে এখনো রয়েছে আইপিএলের গুজরাট টাইটানস এবং বিগ ব্যাশের অ্যাডিলেড স্ট্রাইকার্স দলের নাম।
বিমান হামলায় তিন ক্রিকেটার নিহতের ঘটনায় শুক্রবার রাতেই নভেম্বরে পাকিস্তানে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রশিদ খান এক্সে লিখেন, এই কঠিন সময়ে আমি আমাদের জনগণের পাশে আছি। আমাদের জাতীয় মর্যাদা সবকিছুর ঊর্ধ্বে থাকতে হবে।
খুলনা গেজেট/এএজে

