মঙ্গলবার । ৪ঠা নভেম্বর, ২০২৫ । ১৯শে কার্তিক, ১৪৩২

মেহেরপুরে সীমান্ত দিয়ে ১৪ জনকে পুশ ইন করেছে বিএসএফ

গেজেট প্রতিবেদন

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্ত দিয়ে ১৪ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে এ পুশ ইনের ঘটনা ঘটে। এর মধ্যে ৬ জন পুরুষ চারজন নারী ও চারজন শিশু রয়েছে। এরা সবাই ঠাকুরগাঁও জেলার বাসিন্দা।

তারা হলেন- ঠাকুরগাঁও জেলার বলিয়াডাঙ্গী থানার জেলেল বস্তির গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে হানিফুর রহমান (৩৮), তার স্ত্রী লুৎফা খাতুন (২৮), মেয়ে হাবিবা খাতুন (১২) আলিয়া খাতুন (১.৫), ছেলে হাবিবুল্লা, একই এলাকার খাদেমগঞ্জ গ্রামের মৃত কলিম উদ্দিন এর ছেলে বাবুল (৫০), তার স্ত্রীর আফরোজা খাতুন (৪৩), মেয়ে লাভলী খাতুন (২৫) শবনম খাতুন (১৯), ছেলে সাদ্দাম হোসেন (২৪), বেউরঝাকী গ্রামের আজগর আলী ছেলে তরিকুল ইসলাম (২৮), রত্নাই গ্রামের ধুনিবুলা মোহাম্মদের ছেলে আজিজুল হক (৪৫) ও লক্ষহাট গ্রামের আব্দুল লতিবের ছেলে হাসেম হাতেম (৫২)।

জানা গেছে, বাংলাদেশের অভ্যন্তরে কাথুলী বিওপির সীমান্ত এলাকার সীমানারেখার ১৩৩/৩এস পিলারের অভ্যন্তরে দিয়ে ১৪ জনকে পুশ-ইন করেছে বিএসএফ। পুশ ইন হওয়া ব্যক্তিদের সকলের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তারা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, আইনি প্রক্রিয়া শেষে পুশ ইন হওয়া ব্যক্তিদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন