বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে বিজেএ’র ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক

উৎসবমুখর পরিবেশে দেশের কাঁচা পাট রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ)-এর ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টা থেকে একযোগে বিজেএ’র নারায়ণগঞ্জ এবং খুলনার দৌলতপুর অফিসে ভোটগ্রহণ শুরু হয়েছে। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত মধ্যাহ্ন বিরতির পর বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

বিজেএ নির্বাচন বোর্ড সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩১৭ জন। এর মধ্যে খুলনার দৌলতপুর বিজেএ ভবনে ভোট দেবেন ২৫৫ জন, এবং বাকি ৬২ জন ভোট দেবেন নারায়ণগঞ্জ বিজেএ ভবনে। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

খন্দকার আলমগীর হোসেন ও টিপু সুলতান নেতৃত্ব দিচ্ছেন একটি প্যানেলে। এ প্যানেলের প্রার্থীরা হলেন— মো. তারেক আফজাল, মো. টিপু সুলতান, খন্দকার আলমগীর কবির, এইচ. এম. প্রিন্স মাহমুদ, খাইরুজ্জামান, এস. এম. সাইফুল ইসলাম পিয়াস, বদরুল আলম মার্কিন, শামীম আহমেদ, এস. এম. হাফিজুর রহমান, শেখ ইমাম হোসেন ও মো. কুতুব উদ্দিন।

অন্যদিকে বিএম আসিফ হোসেন আলম ও মাহমুদুর রহমানের নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা করছে অপর প্যানেল। এ প্যানেলের প্রার্থীরা হলেন— আরজু রহমান ভূঁইয়া, মো. মাহমুদুর রহমান মাহমুদ, এফ. এম. সাইফুজ্জামান, বিএম আসিফ হোসেন আলম, এস. এম. মনিরুজ্জামান পলাশ, গাজী শরিফুল ইসলাম, মো. জামাল হোসেন, এস. কে. ওহিদুজ্জামান মিথুন, মেজবাহ উদ্দিন চৌধুরী, আবুল কালাম আজাদ ও জামশেদ কবির।

আজ ৩১৭ জন সাধারণ সদস্যের ভোটে অর্ডিনারি ক্যাটাগরির ১২ জন সদস্য নির্বাচিত হবেন। ইতিমধ্যে ৬ জন অ্যাসোসিয়েট সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে অর্ডিনারি ও অ্যাসোসিয়েট সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত হবেন।

বেশ কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন