Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মিরপুরে অনুশীলনে বাড়ছে ক্রিকেটারের সংখ্যা

ক্রীড়া প্রতিবেদক

অনেক চেষ্টা তদবিরের পর অবশেষে ব্যক্তিগত অনুশীলনের সুযোগ পেয়েছে ক্রিকেটাররা। যদিও এটা জাতীয় দলের কার্যক্রম না। তারপরও এখন ঢাকার মিরপুরে শেরে বাংলা স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, খুলনার শেখ নাসের স্টেডিয়াম ও সিলেট বিভাগীয় স্টেডিয়ামে ১০ জন ক্রিকেটার অনুশীলন করছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স শুধু তাদের স্টেডিয়ামে গিয়ে রানিং, জিম করা ও ব্যাটিং-বোলিং অনুশীলনের সুযোগটা করে দিয়েছে। আনুষাঙ্গিক সুযোগ-সুবিধা মানে অবকাঠামোর জোগানও দেয়া হয়েছে। গত চারদিন ধরে চলছে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন।
তবে তাদের সব রকম লজিস্টিক সাপোর্ট দেয়ার পাশাপাশি পুরো অনুশীলনের শিডিউলও করে দিয়েছে ক্রিকেট বোর্ড। ক্রিকেটাররা একজন অন্যজনের শারীরিক স্পর্শে না এসে যাতে নিরাপদে ও নির্বিঘ্নে অনুশীলন করতে পারেন কিংবা তাদের কার কবে, কখন কি অনুশীলন করতে হবে সবই বোর্ড থেকে রোস্টার করা হয়েছে। এদিকে অনুশীলনে আগ্রহী ক্রিকেটারের সংখ্যা আরও বাড়ছে। মুশফিকুর রহীম, ইমরুল কায়েস, শফিউল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, মেহেদি হাসান, খালেদ আহমেদ ও নাসুম আহমেদের সাথে আরও দুজন ক্রিকেটার যোগ হতে যাচ্ছেন।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন