একদিনের ব্যবধানে আবারও পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের শিবসা নদীর চর থেকে ইকরাম হোসেন (৪৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৯টার দিকে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
সে নগরীর মৌলভীপাড়া মহসিন উদ্দীন সড়কের বাসিন্দা মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে স্থানীয় লোকজন সোলাদানা বাজারের অদূরে বয়ার ঝাপা স্লুইচ গেট সংলগ্ন শিবসা নদীর চরে মানুষের লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পাইকগাছা নৌ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে নৌ-পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
এ বিষয়ে পাইকগাছা নৌ পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সবুর হোসেন জানান, খবর পেয়ে শিবসা নদীর চর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের জিরবুনিয়া খাল থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করে নৌ পুলিশ। ওই ব্যক্তিও খুলনার সোনাডাঙ্গা থানা এলাকার এলাকার বাসিন্দা।
খুলনা গেজেট/এএজে

