এবার যশোর বোর্ডের অধীনে ফুলতলার মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা (এমসিএসকে) থেকে ৮২ ক্যাডেট এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৩৮ জন জিপিএ ৫ এবং বাকি ৪৪ ক্যাডেট এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে।
অফিস সূত্র জানায়, ফুলতলা মিলিটারি কলেজিয়েট স্কুল থেকে বয়েজ শাখা থেকে ৪৬ ক্যাডেট পরীক্ষা দিয়ে ১৭ জন জিপিএ ৫ ও গার্লস শাখা থেকে ৩৬ ক্যাডেট অংশ নিয়ে ২১ জন জিপিএ ৫ এবং ৪৪ ক্যাডেট এ গ্রেড পেয়েছে। ক্যাডেটদের এই অর্জনে এমসিএসকে এর পরিচালনা পর্ষদের সভাপতি এবং অধ্যক্ষসহ সকল ক্যাডেট, শিক্ষক এবং অভিভাবকবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন।
খুলনা গেজেট/এনএম

