বুধবার । ২৮শে জানুয়ারি, ২০২৬ । ১৪ই মাঘ, ১৪৩২

ন্যায্য নম্বর দিয়ে সততা বেছে নিয়েছে সরকার: শিক্ষা উপদেষ্টা

গেজেট প্রতিবেদন

শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেছেন, অতিরিক্ত নম্বর দিয়ে সন্তুষ্টি নয়, ন্যায্য নম্বর দিয়ে সততা বেছে নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এইচএসসি পরীক্ষার ফলাফল বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এইচএসসির ফলাফল কেন খারাপ হলো পর্যালোচনা করে খুঁজে বের করা। ফলাফল মানে শুধু একটি পরিসংখ্যান নয়, এটি পরিবার, আশা, পরিশ্রম এবং ভবিষ্যতের গল্প। আজকের দিনটি সহজ নয়- না আমাদের শিক্ষার্থীদের জন্য, না অভিভাবকদের জন্য, না শিক্ষা প্রশাসনের জন্য।

যাদের ফল প্রত্যাশা মতো হয়নি, তাদের প্রতি সহানুভূতি জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, আমি জানি, হতাশা আছে, কিন্তু আমি বিশ্বাস করি এই মুহূর্তও শেখার অংশ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন