বৃহস্পতিবার । ১৫ই জানুয়ারি, ২০২৬ । ১লা মাঘ, ১৪৩২

খুলনায় পাশের হার ৫৩.৯৮%

নিউজ প্রতিবেদক

চলতি বছর খুলনা জেলায় এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫৩.৯৮ শতাংশ। যশোর বোর্ডে পাসের হারে বিভাগের ১০ জেলায় দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হয়।

ফল বিশ্লেষণে দেখা গেছে, এ বছর খুলনা ১০৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২২ হাজার ৫১৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে মাত্র ১২ হাজার ১৫৬ জন। গড় পাসের হার ৫৩ দশমিক ৯৮ শতাংশ। যশোর বোর্ডে পাসের হারে বিভাগের ১০ জেলায় দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন