বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

পাসের হার সবচেয়ে কম মানবিক বিভাগে

গেজেট প্রতিবেদন

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, মানবিক বিভাগে পাসের হার সবচেয়ে কম। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে তুলনামূলক ভালো ফল হলেও মানবিকে পাস করেছেন অর্ধেকেরও কম শিক্ষার্থী।

এবারের এইচএসসিতে বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৮.৬৭ শতাংশ, মানবিক বিভাগে ৫০.৫৪ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৫.৫২ শতাংশ।

আজ (বৃহস্পতিবার) সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে নিজেদের মতো করে ফল প্রকাশ করেছে।

বোর্ডগুলোর সম্মিলিত পরিসংখ্যান অনুযায়ী, মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেন ৬ লাখ ৯৭ হাজার ২৫২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ২ লাখ ৬২ হাজার ৫৫২ জন এবং ছাত্রী ৪ লাখ ৩৪ হাজার ৭০০ জন। উত্তীর্ণ হয়েছেন মোট ৩ লাখ ৯২ হাজার ৩৯৮ জন, যার মধ্যে ছাত্র ১ লাখ ৩০ হাজার ৪৩৪ জন এবং ছাত্রী ২ লাখ ৬১ হাজার ৯৪৯ জন। পাসের হার ছাত্রদের ৪৯ দশমিক ৬৫ এবং ছাত্রীদের ৫১ দশমিক ১০ শতাংশ।

অন্যদিকে, বিজ্ঞান বিভাগে পাসের হার সর্বোচ্চ। এ বিভাগে মোট পরীক্ষার্থী ২ লাখ ৫৭ হাজার ৬৫৯ জন, ছাত্র ১ লাখ ২৩ হাজার ১০০ এবং ছাত্রী ১ লাখ ৩৪ হাজার ৫৫৯ জন। উত্তীর্ণ হয়েছে মোট ২ লাখ ৬ হাজার ৩৯৩ জন। ছেলেদের পাসের হার ৭৭ দশমিক ৫১ এবং মেয়েদের ৭৯ দশমিক ৬৭ শতাংশ।

ব্যবসায় শিক্ষা বিভাগে অংশ নেয় ১ লাখ ৭৮ হাজার ৯০০ জন শিক্ষার্থী। ছাত্র ৯৮ হাজার ৫০৪ এবং ছাত্রী ৮০ হাজার ৩৯৬ জন। তাদের মধ্যে পাস করেছে মোট ৯৯ হাজার ৪৫১ জন। ছেলেদের পাসের হার ৫০ দশমিক ২২ এবং মেয়েদের ৬২ দশমিক ১৫ শতাংশ।

সব বিভাগ মিলিয়ে ৯টি সাধারণ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১০ লাখ ৩৩ হাজার ৮১১ জন। এর মধ্যে ছাত্র ৪ লাখ ৮৯ হাজার ১৫৬ এবং ছাত্রী ৫ লাখ ৪৪ হাজার ৬৫৫ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৫১ হাজার ১৭ জন। গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৭ দশমিক ১৫ শতাংশ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন