Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

চিকিৎসার জন্য তামিম ইকবাল লন্ডন যাচ্ছেন শনিবার

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার অনুশীলন শুরু করলেও এখনো ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে মাঠে দেখা যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, গত তিন মাস ধরেই পেটের ব্যথায় ভুগছেন দেশসেরা ওপেনার। কিছুদিন হল ব্যথার পরিমাণ আরো বেড়ে গেছে। দেশে চিকিৎসক দেখিয়েও তেমন উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শনিবার লন্ডন যাচ্ছেন তিনি। গত কিছুদিন ধরেই লন্ডনে এক চিকিৎসকের সঙ্গে নিয়মিত অনলাইনে কথা বলে পরামর্শ নিচ্ছিলেন তামিম। দেশের এক গণমাধ্যমকে দেশের ইতিহাসের সফলতম ব্যাটসম্যান জানিয়েছেন, সেই চিকিৎসকের পরামর্শেই লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন তিনি।
এ ব্যাপারে তামিম বলেন, ৩ মাস আগে হুট করেই একদিন পেটে প্রচণ্ড ব্যথা হয়। সেই ব্যথা ১২ ঘণ্টার বেশি ভুগিয়েছে। তখন ভেবেছিলাম হয়তো ফুড পয়জনিং ধরনের কিছু হতে পারে। কিন্তু কিছু দিন পর আবার ব্যথা। এরপর গত তিন সপ্তাহে এরকম ভয়ংকর ব্যথা তিনবার হয়েছে। ব্যথা এতটাই প্রচণ্ড যে শুয়ে-বসে থাকলেও শরীর কুঁকড়ে যায়।
টাইগারদের ওয়ানডে অধিনায়ক আরো বলেন, এখানে কিছু প্যাথলজিক্যাল টেস্ট করিয়েছি। কিন্তু সমস্যা কোথায় ধরা পড়ছে না। এজন্য নিয়মিত লন্ডনে এক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করছিলাম। তিনিই এখন যত দ্রুত সম্ভব ওখানে যেতে বলেছেন।
তামিম যোগ করেন, ব্যাংকক বা সিঙ্গাপুর যেতে পারলে আমার জন্য সুবিধা হতো। কিন্তু এখনো এসব জায়গায় বিমান যোগাযোগ স্বাভাবিক হয়নি। তাই বাধ্য হয়েই লন্ডনে যাচ্ছি। গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা করানো বাকি আছে। সেটি ওখানেই করাব বলে ঠিক করেছি।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীকে জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন তামিম। এছাড়া বিসিবির চিকিৎসকদের সঙ্গেও কথা বলেছেন তিনি। এখন কেবল বিদেশ ভ্রমণের জন্য ‘কোভিড-১৯ নেগেটিভ’ ছাড়পত্র পাওয়ার অপেক্ষা। শনিবারের ভেতরেই সেটি পেয়ে যাবেন বলে আশা করছেন এই ওপেনার। সব ঠিক থাকলে শনিবারই উড়াল দেবেন।

খুলনা গেজেট/এএমআর

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন