বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২
পিআর পদ্ধতিতে নির্বাচনসহ বিভিন্ন দাবি

নগরীতে ইসলামী আন্দোলনের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ বিভিন্ন দাবিতে নগরীতে ইসলামী আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়ে দলের মহানগর ও জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন এই অনুষ্ঠিত হয়।

মাবববন্ধনে ইসলামী আন্দোলনের খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ বলেন, পিআর নিয়ে আলোচনায় প্রধান নির্বাচন কমিশনারসহ অনেকেই সংবিধানের দোহাই দেন। জুলাই সনদের অনেক বিষয়ও তো সংবিধানে নাই। তাহলে কি জুলাই সনদের বাস্তবায়নও সংবিধানের দোহাই দিয়ে বাধাগ্রস্থ করা হবে?

মুফতি আমানুল্লাহ বলেন, সংবিধানের দোহাই দিয়ে মৌলিক সংস্কারকে বাধাগ্রস্ত করা যাবে না, জুলাই অভ্যুত্থানের চেতনাকে হত্যা করা যাবে না। সংবিধানের দোহাই দিয়ে যেন-তেন নির্বাচন জাতি মেনে নেবে না। বরং কাঙ্ক্ষিত মানের নির্বাচন হতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। এটা জনগণের দাবি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আন্দোলনরত দলগুলোর দাবি।

খুলনা মহানগর ইসলামী আন্দোলনের সেক্রেটারী মুফতি ইমরান হোসাইন ও জেলা সেক্রেটারী মোঃ রেজাউল করীম’র পরিচালনায় বক্তব্য রাখেন জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, খুলনা মহানগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, মাওঃ আবু সাঈদ, হাফেজ আব্দুল লতিফ, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ ইমরান হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক মাওঃ সাইফুল ইসলাম ভূইয়া, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, মেহেদী হাসান সৈকত, এনামুল হাসান সাঈদ, মোঃ হুমায়ুন কবির, মুফতি ইসহাক ফরীদি, ফেরদৌস গাজী সুমন, মোল্লা রবিউল ইসলাম তুষার, কারী মোঃ জামাল উদ্দিন, বীর মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া, আব্দুস সালাম, মারুফ হোসেন, এইচ এম খালিদ সাইফুল্লাহ, মুফতি আমানুল্লাহ, মোঃ মঈন উদ্দিন, গাজী মিজানুর রহমান, মো: নুরুজ্জামান বাবুল, মোঃ বাদশাহ খান, মোঃ মঈন উদ্দিন ভূঁইয়া, মোঃ কবির হোসেন হাওলাদার, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ পলাশ শিকদার, মোঃ আব্দুর রশিদ, মুফতী ফজলুল হক ফাহাদ, মোঃ মাহাদী হাসান মুন্না, হাবিবুল্লাহ মেসবাহ, শরিফুল ইসলাম, মোহাম্মদ নাজিম হাওলাদার নাঈম, মোঃ ওমর ফারুক, মোস্তফা কামাল, মোঃ লোকমান হোসেন, মোঃ জামিল জোয়ার্দার, মোঃ আবু দাউদ প্রমুখ।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন