শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজদের সামনে এখন সিরিজে ধবলধোলাই এড়ানোর লক্ষ্য। তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে শুরুতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস এবং নাগরিক টিভি।

ধবলধোলাই এড়ানোর ম্যাচে একাদশে চার পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। দলে ফেরানো হয়েছে মোহাম্মদ নাঈম শেখ, শামীম হোসেন, হাসান মাহমুদ ও নাহিদ রানাকে। তাদের জায়গা দিতে বাদ পড়েছেন ওপেনার তানজিদ হাসান, মিডল অর্ডার ব্যাটসম্যান জাকের আলি এবং দুই পেসার তানজিম হাসান ও অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান।

এদিকে, দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় পাওয়া চোটে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন রহমত শাহ। তার জায়গায় আফগানিস্তান দলে ফিরেছেন ইকরাম আলিখিল। এ ছাড়া বশির আহমাদের জায়গায় ফেরানো হয়েছে বিলাল সামিকে।

প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হার দিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ৮১ রানের হারে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হাতছাড়া করে টাইগাররা। অথচ আত্মবিশ্বাসী হয়েই ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। কারন ওয়ানডের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা।

মূলত ব্যাটারদের ব্যর্থতায় আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর জন্য ব্যাটারদের কাছ থেকে বড় ইনিংস প্রত্যাশা করছেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ। তিনি বলেন, ‘এখনও আমাদের একটি ম্যাচ বাকি আছে। আমাদের ঘুরে দাঁড়াতে হবে। ব্যাটারদের আরও উন্নতি করতে হবে এবং দায়িত্ব নিয়ে খেলতে হবে।’

ওয়ানডেতে এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ২১ ম্যাচ খেলে ১১টিতে জিতেছে বাংলাদেশ। আফগানদের জয় আছে ১০ ম্যাচে। সিরিজের তৃতীয় ম্যাচ জিতলে শুধু বাংলাদেশকে হোয়াইটওয়াশই করবে না, ওয়ানডেতে জয় ও হার বিবেচনায় প্রথমবারের মত টাইগারদের সমান হবে আফগানিস্তান।

বাংলাদেশ একাদশ
মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, নাহিদ রানা, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইকরাম আলিখিল, আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নানগেয়ালিয়া খারোটে, এএম গাজানফার, বিলাল সামি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন