বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবির আন্দোলনে একাত্মতা অধ্যক্ষ পরিষদের সভাপতির

গেজেট প্রতিবেদন

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের চলমান তিন দফা দাবিতে আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি এবং একইসঙ্গে আন্দোলনরত শিক্ষকদের উপর নগ্ন হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

আমি মনে করি শিক্ষকদের যেখানে মূল বেতন স্কেলের ৪৫ শতাংশ বাড়ি ভাড়া প্রদান করা প্রয়োজন সেখানে মাত্র ২০ শতাংশ নিয়ে এত তালবাহানা কেন! তাছাড়া সরকারি শিক্ষক কর্মচারীদের অনুরূপে দেশের প্রচলিত পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা প্রদান এখন সময়ের দাবি। এই দাবিগুলো এতটাই যৌক্তিক যে এ বিষয়ে কালক্ষেপণ না করে অবিলম্বে শিক্ষকের সম্মানজনকভাবে জীবনধারণের প্রতি সর্বাধিক গুরুত্ব আরোপ করে দাবি বাস্তবায়ন করুন।

এমনিতেই আমাদের সন্তানরা বিভিন্নভাবে পঠন-পাঠনে বাধাগ্রস্ত হয়। আবার সরকারের কোন মহলের অবহেলা বা হেয়ালিপনার কারণে যদি শিক্ষকদের শ্রেণি কক্ষ ছেড়ে যদি রাজপথে থাকতে হয় তাহলে আমাদের ছাত্র-অভিভাবক, সমগ্র দেশের মানুষকে ক্ষতিগ্রস্ত হতে হবে।

আমরা চাই না বহু ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে ২০২৪ জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন করে বাংলাদেশ গড়ার একটা সুযোগ এসেছে তা ব্যর্থতায় পর্যবসিত হোক। ২০২৪ এর জুলাই বিপ্লব যদি সামাজিক ন্যায়-বিচার প্রতিষ্ঠার বিপ্লব হয়ে থাকে আর তার ফসল হিসেবে এই অন্তর্বর্তী সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠার দায়িত্বপ্রাপ্ত সরকার হয় তাহলে কীভাবে এখনো দেশের শিক্ষক সমাজ বঞ্চনার শিকার হচ্ছে?

এ কারণেই আমি চাই এ দাবিগুলো অবিলম্বে বাস্তবায়িত হোক।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন