গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমির নালার পানিতে ডুবে রায়হান সিকদার নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ী গ্রামের এ ঘটনা ঘটে।
নিহত শিশু রায়হান সিকদার কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ী গ্রামের রিপন সিকদারের ছেলে।
কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এস আই) উত্তম কুমার সেন জানান, রিপন সিকদারের ছেলে বাড়ির উঠানে খেলতে ছিলো। এর কিছুক্ষণ পর থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পরে পরিবারের লোকজন খুঁজতে বের হলে বাড়ির পাশের একটি জমির নালায় নৌকা দেখতে পেয়ে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে শিশুটিকে উদ্ধার করে কোটালীপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি বেঁচে নেই।
তিনি আরও বলেন, শিশুটির সুরতহাল রিপোর্ট তৈরি করে তার পরিবারের নিকট হস্তান্তর করা
হয়েছে।
খুলনা গেজেট/এএজে

