বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

পুলিশি বাঁধায় পণ্ড জাতীয় পার্টির কর্মীসভা

গেজেট প্রতিবেদন

কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টির (জাপা) ডাকা কর্মী সমাবেশ পুলিশি বাধায় পণ্ড হয়ে গিয়েছে। শনিবার বেলা ৩টা ৩৭ মিনিটে সাউন্ড গ্রেনেড, জলকামান ও টিয়ারশেল ছুড়লে সংঘর্ষের সূত্রপাত হয়।

এ সময় সভামঞ্চে পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শনিবার (১১ অক্টোবর) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মীসভা চলছিল। এতে সারাদেশ থেকে আসা নেতাকর্মীরা অংশ নিয়েছিলেন।

কেন্দ্রীয় কমিটির সদস্য সোলায়মান সামি বলেন, ‘বেলা আড়াইটার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের উপর মঞ্চে সভা চলছিল। প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদেরের বক্তব্য শেষে কো-চেয়ারম্যান সাবেক মেয়র মোস্তাফিজ রহমান মোস্তফার নাম ঘোষণার সঙ্গে সঙ্গে টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। একইসঙ্গে পল্টন থানা প্রান্ত থেকে জলকামান ব্যবহার করা হয়। এতে সভা ভন্ডুল হয়ে যায়। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বিনা উস্কানিতে হামলা চালিয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পুলিশের হামলার পর জাতীয় পার্টির নেতাকর্মীরাও ঢিল ছুড়ছে থাকেন। কয়েক মিনিট পরে জাপার নেতাকর্মীদের লাঠিচার্জ করে রাস্তা থেকে সরিয়ে দেন।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কর্মীসভার জন্য সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু তারা সেই কথা না রেখে সভা অব্যহত রাখলে পুলিশ অ্যাকশনে যেতে বাধ্য হয়েছে।

এ বিষয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, ‘আমরা তাদের সমাবেশ করতে নিষেধ করেছিলাম। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা সমাবেশ শুরু করে। সমাবেশ ঘিরে যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমরা তাদের ছত্রভঙ্গ করে দিচ্ছি।’

এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও জানান ডিসি মাসুদ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন