বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

মাগুরায় রাইস মিলে বিস্ফোরণ, দগ্ধ ৫ শ্রমিক

মাগুরা প্রতিনিধি

মাগুরার সদর উপজেলার আলোকদিয়া এলাকায় আমেনা অটো রাইস মিলের বয়লারে কেমিক্যাল বিস্ফোরণে পাঁচজন শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

আহত শ্রমিকেরা হলেন- অনুকুল (২৮), শাইন (২৭), সবুজ (৩২), রেজওয়ান (৪৫) ও শিপন (৪২) ।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. সোহেল আহমেদ বলেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যান্যদের চিকিৎসা চলছে।

এ ঘটনায় মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ মো. আইয়ুব আলী বলেন, ধারণা করা হচ্ছে, অটো রাইস মিলে ব্যবহৃত বয়লারে অতিরিক্ত গ্যাস জমার কারণে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে মিলের কারো কোনো অবহেলা বা গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখাও হচ্ছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন