অবিশ্বাস্য হলে ও সত্য একটি বেগুন গাছ দেখার জন্য শত শত লোক ভিড় করছে। সাতক্ষীরার তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামে। বেগুন গাছটির উচ্চতা ১৪ থেকে ১৬ ফিট। এমন কি বেগুন পাড়তে ব্যবহার করতে হয় লগি। আমরা জানি সাধারণত বেগুন গাছের উচ্চতা হয় দেড় থেকে দুই ফুট, কিন্তু এই বেগুন গাছটি ভেঙে দিয়েছে সব নিয়ম।
তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের মুদি দোকানদার জয়নুদ্দিন জানান তিনি ২টি বেগুন গাছের চারা আনছিলেন ১৪ মাস আগে বারোবাজার থেকে এনে তার দোকানে সামনে বেগুন গাছ দুটি লাগান। পরে একটি গাছ মারা যায়। বেগুনের জাতিটি ছিল শেওলা জাত। আর এটি দিন যতই পার হচছে ঐ বেগুন গাছটি ততই বেড়ে উঠছে। বর্তমান বেগুন গাছ টি ১৪/১৬ ফুট লম্বা হয়েছে। শুধু তাই নয় গাছে বেগুন ও ধরেছে অনেকগুলা। তিনি আর ও বলেন আশ্চর্যের বিষয় হল এই ধরনের লম্বা বেগুন গাছ কোথাও আছে কিনা কারো জানা নেই। বেগুন তুলতে লম্বা লগি ব্যবহার করা হচ্ছে।
কিন্তু গাছটি যে এত লম্বা হবে আমি ও নিজেও ভাবেনি। সবই আল্লাহর ইচ্ছা। তবে তিনি আরো জানান এই বেগুন খেতে খুবই সুস্বাদু ও কিটনাশক মুক্ত। তবে ৪/৫ কেজি বেগুন তিনি এই পর্যন্ত তুলছে বলে জানান। শিক্ষক শ্যামল চৌধুরী লিটু জানান আমার বাড়ি এই গ্রামে। তবে এই বেগুন গাছ দেখতে প্রতিদিন শত শত নারী পুরুষ ভিড় জমাচ্ছে।
তবে সরজমিন দেখা গেছে লম্বা ঐ বেগুন গাছে প্রায় ২০/২৫ টি বেগুন ঝুঁলছে। যা দুর থেকে দেখতে সবার মন আকৃষ্ট করেছে।
এদিকে এই লম্বা বেগুন গাছের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিদিন শত শত নারী পুরুষ এই বেগুন গাছ দেখতে ও ছবি তোলার জন্য ভিড় জমাচ্ছে।
মাঝিয়াড়া গ্রামে বোনের বাড়িতে বেড়াতে আসা সাদিয়া ইসলাম জানান, আমিও শোনার পরে বোনের সাথে দেখতে এসেছি গাছটি দেখতে খুব সুন্দর। এর আগে কখনো এত বড় বেগুন গাছ দেখি নাই।
খুলনা গেজেট/এনএম

