বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

বাংলাদেশের বিপক্ষে ২২৭ রানে থামল নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড। কিউই ব্যাটারদের কিছুটা চাপে থাকলেও টাইগ্রেসদের স্পিন সামলে শেষ পর্যন্ত লড়াকু পুঁজি গড়তে সক্ষম হয়েছে। বল হাতে বাংলাদেশের পক্ষে উজ্জ্বল ছিলেন স্পিনার রাবেয়া খান এবং ফাহিমা খাতুন।

টসে জিতে আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড ওপেনিং জুটিতে মারুফা আক্তারের নতুন বলের আক্রমণ ভালোভাবে সামলে নেয়। দলের ৩৫ রানের মাথায় কিউই ইনিংসে প্রথম আঘাত হানেন রাবেয়া খান, তিনি ফেরান জর্জিয়া প্লিমারকে। একই ওভারে রান আউট হয়ে সাজঘরে ফিরে যান ৩৩ বলে ২৯ রানের ইনিংস খেলা অভিজ্ঞ সুজি বেটস।

এরপর দলের হাল ধরেন অধিনায়ক সোফি ডেভিন এবং ব্রুক হালিডে। এই দুজনের দৃঢ় জুটিতেই নিউজিল্যান্ডের ইনিংসে গতি আসে। দুজনই চমৎকার ফিফটি হাঁকান। ডেভিন ৮৫ বলে ৬৩ রান করে নিশিতা আক্তার নিশির শিকার হন। অন্যদিকে ব্রুক ১০৪ বলে ৬৯ রানের ধৈর্যশীল ইনিংস খেলে আউট হন ফাহিমা খাতুনের বলে।

শেষ দিকে কিউই ব্যাটাররা টাইগার বোলারদের কিছুটা এলোমেলো বোলিং এবং দুর্বল ফিল্ডিংয়ের সুযোগ নিয়ে দ্রুত রান তুলে স্কোরবোর্ডে ২২৭ রান জমা করেন। শেষ দিকে ৪ বলে ১২ রান করে অপরাজিত ছিলেন লিয়া তাহুহু।

বাংলাদেশের বোলারদের মধ্যে রাবেয়া খান ১০ ওভারে মাত্র ৩৫ রান দিয়ে একাই শিকার করেছেন ৩টি উইকেট। এছাড়া ফাহিমা খাতুন, নিশিতা আক্তার নিশি, নাহিদা আক্তার এবং মারুফা আক্তার প্রত্যেকে ১টি করে উইকেট লাভ করেন।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন