বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

গেজেট প্রতিবেদন

দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (৮ অক্টোবর) রাত ১১টায় শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে কুরআন তিলাওয়াত করেছেন।

এসময় বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন উপ‌স্থিত ছি‌লেন।

রাত ১১টা ১৫ মিনিটের দিকে মাজার জিয়ারত শেষে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় ফিরে যান।

এর আগে ২০১৮ সালে কারাগারে যাওয়ার আগে খালেদা জিয়ার জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে গিয়েছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন