বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

মাগুরার শালিখায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২, আহত ১

মাগুরা প্রতিনিধি

মাগুরা জেলার শালিখা উপজেলার সাতনাফুরিয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছে।

নিহতরা হলেন- উপজেলার তালখড়ি ইউনিয়নের পাথরঘাটা গ্রামের বাকের বিশ্বাসের ছেলে আবু হুরায়রা (২২)। অপর নিহত ব্যক্তি এখনো অজ্ঞাত; ধারণা করা হচ্ছে তিনি পথচারী ছিলেন।

একই ঘটনায় আহত হয়েছেন একই উপজেলার তালখড়ি ইউনিয়নের কুশখালি গ্রামের সৌদি প্রবাসী হাফিজুর রহমানের ছেলে রিফাত (১৮)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে আড়পাড়া থেকে ফেরার পথে সাতনাফুরিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অবৈধ লাটা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং আহত রিফাতকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন