নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে জয়ে বল হাতে বড় অবদান রেখেছেন মারুফা আক্তার। তার এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাংকিংয়েও।
পাকিস্তানের বিপক্ষে ৭ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট শিকার করেছিলেন মারুফা। পেয়েছিলেন প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কারও।
এবার নারী ওয়ানডে বোলারদের র্যাংকিংয়েও উন্নতি করেছেন মারুফা। ৬ ধাপ এগিয়ে ৪১১ রেটিং পয়েন্ট নিয়ে ৪১ নম্বরে উঠে এসেছেন এই পেসার। এটি তার ক্যারিয়ার সেরা অবস্থান।
ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে উন্নতি করেছেন রাবেয়াও। পাকিস্তানের বিপক্ষে ৭ ওভারে ১৩ রান দিয়ে এক উইকেট পেয়েছিলেন তিনি। তাতে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ২১ নম্বরে উঠে এসেছেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে ৪৪ বলে ২৩ রান করেছিলেন নিগার সুলতানা জ্যোতি। তাতে অবনতি হয়েছে তার। নারী ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে ২৭ নম্বরে আছেন বাংলাদেশ অধিনায়ক।
খুলনা গেজেট/এএজে

