বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

আজ বাংলাদেশের ইংলিশ পরীক্ষা

ক্রীড়া প্রতিবেদক

কোনো টুর্নামেন্টে জয় দিয়ে শুরু করলে যে কোনো দলের ড্রেসিংরুমেই আত্মবিশ্বাস থাকে তুঙ্গে। বাংলাদেশ নারী দলের অন্দরমহলেও এখন তাই আত্মবিশ্বাসের কমতি নেই। প্রথম ম্যাচের নায়ক মারুফা আক্তারসহ বাকিদের দেখে গতকাল মনে হয়েছে তারা ইংল্যান্ড যুদ্ধের জন্য প্রস্তুত। আসামের গুয়াহাটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ বিকাল সাড়ে ৩টায় ইংলিশ নারীদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শান্তশিষ্ট শহর গুয়াহাটিতে ইংলিশ যুদ্ধে নামার আগে গতকাল টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছেন তারা নাম দেখে ইংল্যান্ডকে বিচার করতে চান না।

কয়েকদিন আগেই গুয়হাটির সন্তান বিখ্যাত ভারতীয় গায়ক জুবেন গার্গ মারা গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যানে সবারই জানা জুবেনের মৃত্যুতে থমকে গিয়েছিল পুরো আসাম। ভারতের এই প্রদেশ এখনও জুবেনকে হারানোর শোক পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। এখনও প্রতি রাস্তার মোরে, গাড়িতে জুবেনের ছবি টানানো আর নীচে লেখা ‘প্রানের গায়ক জুবেনের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী।’ আসামের গুয়াহাটিতে গতকাল বাংলাদেশের অনুশীলন ছিল সন্ধ্যা ৬টায়। পুরো অনুশীলনেই দেখা গেছে ক্রিকেটাররা আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন। চারবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড এই ম্যাচে সবদিক থেকেই এগিয়ে, নিরঙ্কুশ ফেভারিটও। তবে বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশও ইংল্যান্ডের চোখে চোখ রেখেই লড়াই করতে চায়।

গতকাল সংবাদ সম্মেলনে টাইগ্রেস অধিনায়ক জ্যোতি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে আমরা ম্যাচ খেলেছি। আমরা কিছু পরিসংখ্যান দেখেছি, কিছু হিসাব-নিকাশ করেছি। ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচের মতোই খেলতে চাই। আমরা তাদের নাম দিয়ে বিবেচনা করতে চাই না।’

বিশ্বকাপের মঞ্চে নিজেদের সক্ষমতা দেখাতে চান জ্যোতি, ‘আমার মনে হয়, বিশ্বকাপ সবচেয়ে বড় মঞ্চ যেখানে আমরা আমাদের সক্ষমতা দেখাতে পারি। সবসময়ই বলে আসছি, আমরা খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাই না। এমনকী ভালো দলের বিপক্ষেও খুব একটা খেলা হয় না। এখানে আমাদের একটা ঘাটতি ছিল। তবে ২০২২ সালের পর এফটিপিতে (ফিউচার ট্যুরস প্রোগ্রাম) অন্তর্ভুক্ত হই এবং এরপর ঘরে-বাইরে অনেক ভালো দলের বিপক্ষে সিরিজ খেলেছি।’

ওয়ানডেতে এখন পর্যন্ত একবার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। গত বিশ্বকাপের সেই ম্যাচে ১০০ রানে হেরেছিল টাইগ্রেসরা। টি-টোয়েন্টিতে চারবারের দেখায় ইংলিশদের কাছে সবই হেরেছে বাংলাদেশ। এবারের আসরে দক্ষিণ আফ্রিকাকে স্রেফ গুড়িয়ে দিয়ে আসর শুরু করেছে ইংল্যান্ড। আজ তাই বাংলাদেশের সামনে চ্যালেঞ্জটা বেশ কঠিনই বটে।

তবে পাকিস্তানকে হারিয়ে আসর শুরু করা বাংলাদেশ দল যে এখন আত্মবিশ্বাসে টইটুম্বুর সেটাও জানা গেলো জ্যোতির কথায়। তিনি বলেন, আমাদের শুরুটা ভালো হয়েছে। আমাদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ এগোনো। ইংল্যান্ড অবশ্যই শক্তিশালী। তবে আমরা নিজেদের খেলায় মনোযোগ রাখছি। ওদেরকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। অবশ্যই জয়ের জন্য মাঠে নামব।’

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক মারুফা। দুর্দাংন্ত ইনসুইংয়ে প্রশংসা কুড়ানো এই পেসার নেন ২ উইকেট। তবে শুরুতে তার সেই চাপ আর কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান। পরে ব্যাটিংয়ে আলো কাড়েন অভিষিক্ত ঝিলিক। দুজনকে নিয়ে জ্যোতি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে মারুফা ভাল বোলিং করেছে। নিজের ভূমিকা সর্ম্পকে সে খুব ভাল বুঝে এবং খুব আত্মবিশ্বাসী থাকে। অভিষেক ম্যাচে দারুণ ব্যাটিং করেছে ঝিলিক। প্রথম ইনিংসের পর আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলার পরিকল্পনা করেছিলাম।’

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন