খুলনায় আদালত প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষে বাবর আলী (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) বিকেলে খুলনার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
মহানগর দায়রা আদালতের পিপি এ কে এম শহিদুল ইসলাম জানান, খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ফারুক মীর হত্যা মামলার হাজিরা ছিল। হাজিরা দিতে এসে আদালত প্রাঙ্গণে মামলার বাদী ও আসামিপক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়, পরে তা ধাওয়া-পাল্টা-ধাওয়ায় রূপ নেয়। একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এ সময় প্রতিপক্ষের হামলায় বাবর আলী আহত হন।
খুলনা গেজেট/এএজে

