Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ট্রাক্টরের নিচে চাপায় ইটভাটা শ্রমিকের মৃত্যু

হরিণাকুণ্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাটি বোঝায় ট্রাক্টরে চাপা পড়ে রিপন (২৫) নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার ফলসী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে NBRB নামক ইটভাটায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ট্রাক্টর চালকের অবহেলার কারনেই এই দুর্ঘটনা ঘটতে পারে। নিহত রিপন ওই ইউনিয়নের ফলসী গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে। সে ওই ইটভাটায় দীর্ঘদিন ধরে শ্রমিকের কাজ করতো।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

পুলিশ জানায়, শুক্রবার সকালে উপজেলার বোয়ালিয়া গ্রামে NBRB নামক ইটভাটাই মাটি বোঝায় ট্রাক্টর থেকে মাটি নামানোর সময় ট্রলির হাইড্রোলিক বিকল হয়ে গেলে শ্রমিক রিপন ওটা মেরামত করতে গেলে ট্রাক্টরের বগিটি আচমকা তার মাথার উপর এসে পড়লে ঘটনাস্থলেই তিনি মৃতবরন করেন।

হরিণাকুণ্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ও দুর্ঘটনা কবলিত ট্রাক্টরটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন