উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ইর্ষ্টানগেট বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
রোববার (৫ অক্টোবর) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটার ছিলেন ২হাজার ৩৭৭ জন।
নির্বাচনে সভাপতি পদে মো. রবিউল গাজী তালাচাবি প্রতীক নিয়ে ১১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রেজা গাজী ভোট পেয়েছেন ১১২ টি। সাধারণ সম্পাদক পদে মো. ইকতিয়ার সরদার মাছ প্রতীক নিয়ে ১৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রেজাউল বিশ্বাসের প্রাপ্ত ভোট ৯৪।
বিজয়ী অন্যান্য প্রার্থীরা হলেন- সহ-সভাপতি নুর আলম গাজী ও তপন কুমার, সহ-সাধারণ সম্পাদক ডাক্তার আবু হানিফ ও রুহুল আমিন রাজীব, সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, দপ্তর সম্পাদক মো. হুমায়ুন মোড়ল, প্রচার সম্পাদক মো. ফারুক হোসেন, কোষাধ্যক্ষ ডাক্তার মমতাজ বিশ্বাস।
নির্বাচিত কার্যনির্বাহী সদস্যরা হলেন- নাসিম মোড়ল, আলমগীর মিয়া, আব্দুস সাত্তার, মেহেদি মিনা ও আকবার গাজী নির্বাচিত। নির্বাচনে মোট ২৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে ফজলুর রহমান সরদার, সদস্যসচিব হিসাবে গাজী মোরশেদ মামুন ও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মো. বাবুল রেজা।

