বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

আফগানিস্তানকে হোয়াইটওয়াশের লক্ষ্যে নামছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তান সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আজ শেষ ম্যাচে শারজাহতে নামছে টাইগাররা। এবার জাকের আলী অনিকের দলের সুযোগ আফগানদের হোয়াইটওয়াশ করা। ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়।

একই ভেন্যুতে প্রথম দুই ম্যাচেই আগে ব্যাট করে আফগানিস্তান, প্রথমটিতে টসে জিতে এবং পরেরটিতে হেরে। টি-টোয়েন্টি সিরিজটির প্রথম ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে রশিদ খানরা। রান তাড়ায় ৪ উইকেট ও ৮ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। পরের ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ১৪৭ রান তুলতে পারে আফগানিস্তান। সে ম্যাচে ৫ বল ও ২ উইকেট হাতে রেখে জিতে যায় টাইগাররা।

আজকের তৃতীয় এবং শেষ ম্যাচের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দু’দল। আবু ধাবিতে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৮, ১১ ও ১৪ই অক্টোবর।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন