শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

চলে গেলেন খুলনার কৃতি ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম

ক্রীড়া প্রতিবেদক

খুলনা জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি, খুলনা প্রিমিয়ার ক্রিকেট লিগের জনপ্রিয় দল কপিলমুনি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (কেকেএসপি) প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক এসএম রফিকুল ইসলাম (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহরই, আল্লাহর কাছেই ফিরে যাবো)। গত রাত সাড়ে ৪টার দিকে তিনি করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

তিনি খুলনা জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিউল আলম সবুজ ও জেলা ক্রীড়া সংস্থার বর্তমান কার্যকরী কমিটির সদস্য সাজমুস সাদাত সুমনের পিতা।

এর আগে করোনা উপসর্গ দেখা দেয়ায় গত সোমবার তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। মরহুমের নামাজের জানাজা ও দাফন কপিলমুনিতে নিজ গ্রামের বাড়িতে হওয়ার কথা রয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন