খুলনা মহানগরীর দৌলতপুরে অস্ত্র ঠেকিয়ে ৮০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই হয়েছে। এসময় ছিনতাইকারিদের হামলায় বাপ্পী (৩০) নামে এক কলেজ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (০৩ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে মুজগুন্নি নেছারিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। আহত বাপ্পী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে বিএল বিশ^বিদ্যালয় কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত বাপ্পী বিএল কলেজে লেখাপড়ার পাশাপাশি প্রাইভেট পড়িয়ে ৮০ হাজার টাকা জমিয়ে আইফোন কেনার উদ্যোগ নেয়। সে টাকা নিয়ে দৌলতপুর থেকে বৈকালী যাওয়ার পথে রাত ৯টার দিকে মুজগুন্নি নেছারিয়া মাদ্রাসার সামনে পেঁৗছলে মোটরসাইকেলে আসা দু’জন ছিনতাইকারী তার গতিরোধ করে।
একপর্যায়ে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তার কাছে থাকা টাকা ছিনতাইয়ের চেষ্টা করলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। এসময় ছিনাইকারীরা বাপ্পীকে বেধড়ক মারপিট করে ৮০ হাজার টাকা ও তার ব্যবহৃত ওয়ান প্লাস মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। পথচারী লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।
এরিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোন অভিযোগ বা মামলা দায়ের হয়নি। আহত বাপ্পীর গ্রামের বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা এলাকায়। লেখাপড়ার সুবাদে সে দৌলতপুর বসবাস করে।
খুলনা গেজেট/এমআর
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
