শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

রাজধানীতে গুলি ছুড়ে বাসে আগুন দিল দুবৃর্ত্তরা

গেজেট প্রতিবেদন

রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে গুলি ছুড়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধারের পর জানায়, কোম্পানির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এটি ঘটতে পারে।

বাসের চালক গণমাধ্যমকে জানান, বাস নিয়ে সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি হাতের ইশারায় বাস থামাতে বলেন। থামানোর পর চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেয় দুবৃর্ত্তরা।

যাত্রীরাও আতঙ্কে বাস থেকে নেমে যান। এ সময় বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছুড়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয় তারা।

বাস কর্তৃপক্ষের অভিযোগ, কিছুদিন আগে নেছার নামে এক ব্যক্তি চাঁদার দাবিতে তাদের স্টাফদের জখম করে। এ ঘটনার সঙ্গেও তার সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি বাস কর্তৃপক্ষের।

মিরপুর বিভাগের উপ—পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদুর রহমান জানান, স¤প্রতি এই বাস কোম্পানি থেকে কিছু কর্মীকে ছাঁটাই করা হয়।

যে কারণে ক্ষুব্ধ হয়ে ছাঁটাই হওয়া কর্মীদের একটি অংশ এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্তার চেষ্টা চলছে।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন