শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ফাহমিদা নবীর কণ্ঠে নতুন তিন গান

বিনোদন ডেস্ক

আধুনিক বাংলা গানের জগতে ফাহমিদা নবী শুধু একজন কণ্ঠশিল্পীই নন; বরং ভিন্নধর্মী সুর ও কণ্ঠশৈলীর এক বিশ্বস্ত নাম। এবার তিনি হাজির হচ্ছেন একসঙ্গে তিনটি নতুন গান নিয়ে, যা কেবল শ্রোতাদের কানে নয়, হৃদয়েও ছুঁয়ে যাবে। সম্প্রতি এই গানগুলোর রেকর্ডিং সম্পন্ন হয়েছে এবং দুটি গান ইতোমধ্যে ভিডিওচিত্রের মাধ্যমে জীবন্ত হয়ে উঠেছে। গান দুটির নাম হলো ‘আমি ভালো আছি’ ও ‘আকাশ উপুড়’। তৃতীয় গানটি বর্ষাকে কেন্দ্র করে লেখা হয়েছে, যার ভিডিও ধারণের কাজ শিগগির শুরু হবে।

ফাহমিদা নবী বলেন, “আমি যে গানটি নিজে সুর করেছি, সেটি হলো ‘আমি ভালো আছি’। এই গানে আমি কেবল কণ্ঠই দিইনি, বরং ভেতরের অনুভূতির প্রকাশ ঘটিয়েছি। গানের কথাগুলো লিখেছেন ইলা মজিদ। এটি এমন একটি গান, যেখানে যন্ত্রণার ভেতরে সুখের ভান করা এক নারীর অন্তর্গত যন্ত্রণা ফুটে উঠেছে। গানটির একটি লাইন– নীলকণ্ঠ বিষ পান করে, চোখের জলে লুকিয়ে রেখে, আমি সুখের ভান করেছি, আর হেসে গেছি।”

ফাহমিদা নবীর মতে, এই গান তাঁর কাছে একান্তভাবে ব্যক্তিগত এবং আবেগময়। দ্বিতীয় গানটি ‘আকাশ উপুড়’। এটি সুর করেছেন সচ্ছল কাজী এবং রচয়িতা হাসান মাসুক। গানটিতে জীবনের অনিশ্চয়তা, মানসিক অস্থিরতা এবং ভেতরের শূন্যতার প্রতিফলন ঘটেছে। এর একটি লাইন– ‘মনের ওপর আকাশ উপুড়, ছন্নছাড়া অলস দুপুর, দুঃখ আমাকে খাচ্ছে কুরে খাক।’

এই গানের ভিডিও চিত্রায়ণ হয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে, যা গানটিকে আন্তর্জাতিক মাত্রা দিয়েছে।

বরেণ্য এই শিল্পী মনে করেন, গানটি শ্রোতাদের মানসিক আবহের সঙ্গে একরূপ সংযোগ স্থাপন করবে। তৃতীয় গানটি বর্ষাকে কেন্দ্র করে। বর্ষার আবহ, একাকিত্ব এবং অতীতের স্মৃতির মিশেল ঘিরে এই গানের কথার রচয়িতা সোহেল আলম এবং সুর করেছেন শেখ মোহাম্মদ রাজন। ফাহমিদা নবী জানিয়েছেন, শিগগিরই ভিডিও ধারণ শুরু হবে। গানটি শ্রোতাদের জন্য বৃষ্টির সঙ্গে মিশে থাকা এক নস্টালজিক ও আবেগপূর্ণ অভিজ্ঞতা হিসেবে হাজির হবে।

ফাহমিদা নবী আরও বলেন, ‘নতুন গান প্রকাশ মানে আমার কাছে নতুন এক উত্তেজনা, নতুন এক আনন্দ। সত্যি বলতে কি, আমি যেখানেই থাকি না কেন, গানের ভেতরে থাকাটাই আমাকে বাঁচিয়ে রাখে। বলা যায়, গান আমাকে বাঁচিয়ে রাখে সব সময়। আশা করি, খুব শিগগির এই গানগুলো প্রকাশ পেলে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’

ফাহমিদা নবী শুধু কণ্ঠশিল্পীই নন; তিনি সুরকার, গীতিকার এবং সাংস্কৃতিক উদ্যোক্তাও। তাঁর সংগীতজীবনে প্রকাশিত প্রতিটি গান শ্রোতাদের হৃদয়ে আলাদা ছাপ রেখেছে। তাঁর কণ্ঠশৈলী আধুনিকতার সঙ্গে মিশে আবেগপূর্ণ ও কাব্যিক, যা তাঁর সংগীতকে অনন্য করে তুলেছে। এ ছাড়া তিনি নিয়মিত বিভিন্ন মঞ্চে গান ও সংগীত কর্মশালা পরিচালনা করেন, যা শিক্ষার্থীদের এবং নতুন গায়ক-গায়িকাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে।

ফাহমিদা নবী সব সময় চান, তাঁর গান শুধু বিনোদন নয়, মানুষের অনুভূতি ও আবেগের মধ্যস্থতাকারী হোক। তিনি বলেন, ‘আমি সব সময় চাই আমার গান শ্রোতার হৃদয়কে স্পর্শ করুক। নতুন এই গানগুলোও আমার আশা-অনুভূতির নতুন দিগন্ত উন্মোচন করবে।

আমি চাই, শ্রোতারা শুধু না শুনে গানটি বরং অনুভব করুক।’

ফাহমিদা নবীর আশা, নতুন এই তিনটি গান তাঁর সংগীতজীবনকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন ধারা সৃষ্টি করবে আধুনিক বাংলা সংগীতের জগতে। শ্রোতারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই তিনটি গান প্রকাশের জন্য।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন