দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। তিলক ভার্মার ঝলমলে ৬৯ রানের ইনিংস এবং কুলদীপ যাদবের ঘূর্ণিজাদুতে ভারত ১৪৭ রানের লক্ষ্য সহজেই টপকে যায়।
ম্যাচ শেষে প্রায় এক ঘণ্টা বিলম্বে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী। তবে ভারতীয় দল পাকিস্তানি মন্ত্রী ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মোহসীন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়। এরপরও ব্যক্তিগত পুরস্কারের ঘোষণায় উল্লাস ছড়িয়ে পড়ে ভারতীয় শিবিরে। টুর্নামেন্ট জুড়ে দারুণ পারফরম্যান্সের জন্য একে একে বিতরণ করা হয় বিভিন্ন ব্যক্তিগত পুরস্কার। চলুন দেখে নেওয়া যাক এবারের আসরে কে কোন পুরস্কার জিতল এবং কার হাতে কোন পুরস্কার উঠল।
এশিয়া কাপ-২০২৫ এর পুরস্কার তালিকা:
চ্যাম্পিয়ন: ভারত (৩ কোটি ৬৩ লাখ টাকা)।
রানার্স-আপ: পাকিস্তান (১ কোটি ৮২ লাখ টাকা)।
ফাইনালের সেরা খেলোয়াড়: তিলক ভার্মা (৬ লাখ টাকা)।
গেমচেঞ্জার অব দ্য ম্যাচ (ফাইনাল): শিবম দুবে (৪ লাখ ২৫ হাজার টাকা)।
টুর্নামেন্ট সেরা খেলোয়াড়: অভিষেক শর্মা (১৮ লাখ টাকা এবং গাড়ী, যেটার মূল্য আনুমানিক ৩৬ লাখ)।
টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি): কুলদীপ যাদব (১৮ লাখ টাকা)।
সর্বোচ্চ রান সংগ্রাহক (৩১৪ রান): অভিষেক শর্মা (কোনো আলাদা অর্থ পুরস্কার নেই)
সর্বোচ্চ উইকেট শিকারি (১৭ উইকেট): কুলদীপ যাদব (কোনো আলাদা অর্থ পুরস্কার নেই)
সবচেয়ে বেশি ছক্কা (১৯টি): অভিষেক শর্মা (কোনো আলাদা অর্থ পুরস্কার নেই)।
এছাড়া শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা টুর্নামেন্টের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলার আর আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর পুরস্কার পান।
খুলনা গেজেট/এএজে