বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

তারকা ক্রিকেটারকে ফিরিয়ে টি টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

নতুন অধিনায়ক ও তারকা ক্রিকেটারকে ফিরিয়ে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে দল ঘোষণা করে বিসিবি।

টি টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন জাকের আলী অনিক। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার জায়গায় ডাক পেয়েছেন বাঁ হাতি ব্যাটার সৌম্য সরকার। এশিয়া কাপে ভারত ম্যাচের আগে সাইড স্ট্রেইনের চোটে পড়ায় শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি লিটন।

সৌম্য সরকার বর্তমানে খুলনার হয়ে এনসিএল টি-টোয়েন্টি মাতাচ্ছেন। এবার সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি।

সৌম্য এনসিএল টি টোয়েন্টিতে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন। এখন পর্যন্ত খেলা দুই ম্যাচেই তার ব্যাট থেকে রানের ফোয়ারা ছুটেছে। রাজশাহীর বিপক্ষে ৬ চার ও ৪ ছক্কায় ৩৪ বলে ৬৩ এবং ঢাকা মেট্রোর বিপক্ষে ৪ চার ও ৩ ছক্কায় ৩৩ বলে ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।

এদিকে চোট থেকে সেরে উঠতে অন্তত দেড় থেকে দুই সপ্তাহ সময় লাগবে লিটনের, তাই ধারণা করা হচ্ছে ওয়ানডে সিরিজও মিস করতে যাচ্ছেন এই তারকা ব্যাটার।

আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি হবে ২ অক্টোবর। এরপর যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর শারজাহতে হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। পরবর্তীতে ৮ অক্টোবর মাঠে গড়াবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি। ১১ ও ১৪ অক্টোবর হবে বাকি দুটি ম্যাচ। সবগুলো ওয়ানডে অনুষ্ঠিত হবে আবুধাবিতে।

টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের স্কোয়াড
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন