টি-টোয়েন্টি এশিয়া কাপ খেলতে নামার আগে থেকেই ফরম্যাটটিতে বিশ্বের এক নম্বর ব্যাটার অভিষেক শর্মা। আইসিসির র্যাঙ্কিংয়ে কেন তিনি সবার শীর্ষে সেটাই যেন ভারতীয় এই ওপেনার মাঠের ক্রিকেটে প্রমাণ করে চলেছেন। প্রথমবার এশিয়া কাপ খেলতে নেমে এক আসরে সর্বোচ্চ রানসংগ্রাহক হওয়া ছাড়াও আগ্রাসী ব্যাটিংয়ে ভেঙেছেন বেশ কয়েকটি রেকর্ড। ফাইনালে তার সামনে এমন আরও ১১টি রেকর্ড নতুন করে লেখার সুযোগ রয়েছে।
আজ (রোববার) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মহাদেশীয় এই প্রতিযোগিতার ফাইনালে লড়বে ভারত-পাকিস্তান। টি-টোয়েন্টি এশিয়া কাপের তৃতীয় আসরের মহারণী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। স্বাভাবিকভাবেই এই ম্যাচেও ভারতীয় দলের ব্যাটিংয়ে বড় ভরসা হতে চাইবেন অভিষেক। এখন পর্যন্ত ৬ ম্যাচে ৫১.৫০ গড় এবং ২০৪.৬৩ স্ট্রাইকরেটে ৩০৯ রান করেছেন।
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ ম্যাচে ৩১৯ রান করেছিলেন বিরাট কোহলি। যা ভারতের হয়ে টি-টোয়েন্টি সিরিজ কিংবা টুর্নামেন্টে সর্বোচ্চ রানের রেকর্ড। আজ ১১ রান করলেই তাকে ছাড়িয়ে যাবেন অভিষেক। ২৩ রান করলে তিনি বিশ্বরেকর্ডও গড়তে পারেন। যেকোনো টি-টোয়েন্টি সিরিজ কিংবা টুর্নামেন্টে সর্বোচ্চ ৩৩১ রান (ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ৫ ম্যাচে) করার রেকর্ড রয়েছে ইংল্যান্ডের ফিল সল্টের। অভিষেক তার চেয়ে কেবল ২২ রানে পিছিয়ে আছেন।
এ তো গেল আইসিসির পূর্ণ সদস্য দেশের হিসাব। সবমিলিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্টে সর্বোচ্চ ৪০২ রান করার নজির রয়েছে। কানাডার অ্যারন জনসন ওই রেকর্ড গড়েন কানাডা ডেজার্ট কাপে। সেই কীর্তি নতুন করে লেখা অবশ্য অভিষেকের জন্য কঠিনই বটে। তাকে করতে হবে ৯৪ রান। ৯১ রান করলেও তিনি পূর্ণ সদস্য দেশের প্রথম কোনো ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি টুর্নামেন্টে ৪০০ রানের নজির গড়বেন।
এখন পর্যন্ত টানা ৭টি টি-টোয়েন্টি ম্যাচে ৩০+ রানের ইনিংস খেলেছেন অভিষেক। তবে রেকর্ডটি যৌথভাবে তিনজনের দখলে আছে। অভিষেকের বাকি দুই সঙ্গী মোহাম্মদ রিজওয়ান এবং রোহিত শর্মা। আজ তাদের উভয়কেই ছাড়িয়ে যাওয়ার সুযোগ হাতছানি দিচ্ছে ভারতীয় ওপেনারের সামনে। টি-টোয়েন্টি এবং ওয়ানডে মিলিয়ে এশিয়া কাপে ভারতের হয়ে সর্বোচ্চ ৩৭২ রান করার রেকর্ড গড়েন সুরেশ রায়না। ৬৪ রান করলে সেই রেকর্ড ভেঙে দিতে পারবেন তারই স্বদেশি অভিষেক। অবশ্য রায়না ছাড়াও তার সামনে আছেন আরও চার ব্যাটার।
তবে সবমিলিয়ে এশিয়া কাপের এক আসরে সর্বোচ্চ ৩৭৮ রান করেছেন শ্রীলঙ্কান কিংবদন্তি সনৎ জয়সুরিয়া। ৭০ রান করতে পারলে তাকেও ছাড়িয়ে যাবেন অভিষেক। টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্টে সর্বোচ্চ ৬৫ বাউন্ডারি হাঁকানোর রেকর্ড রয়েছে কানাডার অ্যারন জনসনের। ইতোমধ্যে অভিষেক চলতি এশিয়া কাপে ৫০টি বাউন্ডারি পেয়েছেন। এ ছাড়া এশিয়া কাপের টি-টোয়েন্টি আসরে যৌথভাবে চার জনের তিনটি করে হাফসেঞ্চুরির রেকর্ড আছে। রিজওয়ান, কোহলি ও নিশাঙ্কাকে ছাড়িয়ে যাওয়ারও সুযোগ আছে অভিষেকের সামনে।
আগের তিন ম্যাচেই পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছেন অভিষেক শর্মা। আজও তেমন কিছু করতে পারলে ভারতের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি সবচেয়ে বেশি ধারাবাহিক ফিফটির রেকর্ড গড়বেন। এ ছাড়া সবমিলিয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টিতে পাথুম নিশাঙ্কার করা ৪৩৪ (১২ ম্যাচে) ভারতের পক্ষে সর্বোচ্চ ৪২৯ রান (১০ ম্যাচ) করা কোহলিকেও ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে।
খুলনা গেজেট/এনএম