বাংলাদেশ অ-১৭ দল শনিবার (২৭ সেপ্টেম্বর) শ্রীলঙ্কায় সাফ অ-১৭ টুর্নামেন্টের ফাইনাল খেলবে। এর আগে চীনের লিজাংয়ে আমন্ত্রণমূলক তিয়ানইউ লিওফাং টুর্নামেন্টেও রানার্স আপ হয়েছে বাংলাদেশের অ-১৭ পর্যায়ের বাফুফে একাডেমি দল। আজ ফাইনালে ইউহান প্রাদেশিক দলের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ।
আজ ফাইনালে ২৫ মিনিটে গোল হজম করে বাংলাদেশ পিছিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধে ৫৬ ও ৭২ মিনিটে আরো দুই গোল করে ইউহান। বাংলাদেশকে গ্রুপ পর্বের ম্যাচে ইউহানকে ১-০ গোলে হারিয়েছিল। এই দলকে আবার পেয়ে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার উপলক্ষ্য ছিল বাংলাদেশের। বাংলাদেশ আজ কোনো গোলই করতে পারেনি। অবশ্য আজ কিছুটা দুর্ভাগ্যও ছিল বাংলাদেশের। বল কয়েকবার ক্রসবারে লেগে ফেরত আসে।
দক্ষিণ এশিয়ার বাইরে ছেলেদের বয়স ভিত্তিক পর্যায়ে অনেক দিন পর বাংলাদেশ রানার্স আপ হয়েছে। এক দশক আগে সুপার মক কাপে প্লেট পর্বে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার অবশ্য মূল আসরের ফাইনাল খেলেছে। রানার্স আপ ট্রফি ও মেডেলের পাশাপাশি বাংলাদেশের তাহসান খাঁ ৬ গোল করে গোল্ডেন বুট জিতেছেন।
চীনের সানইয়াং দলকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে বাফুফে একাডেমি দল। এরপর শ্রীলঙ্কা একাডেমি দলকে ৮-০ গোলে হারায় তারা। তৃতীয় ম্যাচে ইউহানের বিপক্ষে বাংলাদেশ হারলেও রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। কোয়ার্টার ফাইনালে ৩-১ গোলে জয়ের পর গতকাল সেমিফাইনালে হেনান স্কুল দলের বিপক্ষে ৪-০ গোলে জিতে ফাইনালে উঠে বাংলাদেশ।
চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে চীনের বিশ্ববিদ্যালয় পর্যায়ে এক নারী দল বাংলাদেশ নারী ফুটবল একাডেমি দলের সঙ্গে ম্যাচ খেলেছে। তেমনি বাফুফের পুরুষ একাডেমি দল চীনে একটি টুর্নামেন্ট খেলছে। এখানে ৮ টি দেশের ১৬ টি দল চার গ্রুপে খেলেছে।
খুলনা গেজেট/এএজে